মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিলো সিলেট ষ্টেশন ক্লাব

16

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড বিস্তারিত কর্মসূচী গ্রহণ করে। ১৯৭১ সালের ২৫ মার্চ কালোরাতে সংঘটিত বর্বরোচিত গণহত্যা কে স্মরণ করে ২৫ মার্চ ২০১৯ রাত ৯টা থেকে ৯টা ০১ মিনিট পর্যন্ত ষ্টেশন ক্লাব ভবন ও অঙনের সকল আলো নিভিয়ে অন্ধকার কর্মসূচী পালন করা হয়। ক্লাব প্রেসিডেন্ট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম বৈদ্যুতিক সংযোগের মেইন সুইচ বন্ধ করে ব্ল্যাক আউট কর্মসূচী সূচনা করেন।
২৬ মার্চ ভোর ৬টায় ক্লাব ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৯টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ষ্টেশন ক্লাব প্রসিডেন্ট এমাদ উল্লাহ শহিদুল ইসলামের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সন্ধ্যায় ক্লাব প্রাঙ্গণকে নানা রঙের বাতি জ্বালিয়ে সজ্জিত করা হয়। সন্ধ্যা সাড়ে ৭টায় পরিবেশিত হয় নৃত্যনাট্য রূপান্তরের গান রচনায় শাহরিয়ার কবির এবং পরিবেশনায় নৃত্যশৈলী নিলাঞ্জনা জুঁই। সাংস্কৃতিক পরিবেশনার দ্বিতীয় পর্বে ছিল লোকসঙ্গীঁতের মূর্চ্ছনা। সবশেষে অনুষ্ঠিত হয় নৈশভোজ।
অনুষ্ঠানে সুনামগঞ্জ জেলার তেঘরিয়া নিবাসী বীর মুক্তিযোদ্ধা মালেক হুসেন পীরকে উত্তরীয়, ক্রেস্ট ও নগদ অর্থ দিয়ে সম্মাননা জানানো হয়। এ সময় মঞ্চে ক্লাব প্রেসিডেন্ট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ আবুল কাশেম, সাবেক সংসদ সদস্য আলহাজ¦ শফিকুর রহমান চৌধুরী ও সৈয়দা জেবুন্নেছা হক, সাবেক পিপি এডভোকেট গিয়াস উদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা সুজেয় শ্যাম, ক্লাবের স্থায়ী সদস্য এনায়েত আহমেদ ও মুজিবুর রহমান মানিক এবং পরিচালনা পর্ষদ সদস্য মোঃ জামাল ইয়াকুব, শাহ মোঃ মোসাহিদ আলী, মোসাদ্দেক কোরেশী (শামীম), ফজলে এলাহী চৌধুরী, সুদীপ রঞ্জন সেন বাপ্পু, আহবাব মোহাম্মদ কামরুল ইসলাম টিপু এবং মুফতি এ.এস. শামীম আহমদ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি