রাজনীতিবিদ সিরাজ উদ্দিন আহমদ এর মৃত্যুবার্ষিকী পালিত

85

DSC_0279দক্ষিণ সুরমার কুচাই শ্রীরামপুরস্থ সিরাজ উদ্দিন আহমদ একাডেমী ও সিরাজ কিন্ডারগার্টেন আয়োজিত একাডেমীর প্রতিষ্ঠাতা, শিক্ষানুরাগী, সিলেট জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি সমাজসেবী সিরাজ উদ্দিন আহমদ এর ১৩তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভা ও একাডেমীর বার্ষিক মিলাদ মাহফিল গতকাল ১৪ জানুয়ারী বুধবার সকালে একাডেমীর প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
সিরাজ উদ্দিন আহমদ একাডেমীর প্রধান শিক্ষক মোঃ বেলাল আহমদ এর সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক মোঃ মকব্বির আলীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক, একাডেমীর ম্যানেজিং কমিটির সভাপতি ডাঃ মোঃ শামীমুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইফুল আলম, একাডেমীর প্রতিষ্ঠাতা সদস্য মদব্বির আহমদ, শিক্ষানুরাগী সদস্য আব্দুর রহমান, আনা মিয়া, অভিভাবক সদস্য আবুল হোসেন, ফখরুল আলম, হেলাল আহমদ, প্রতিষ্ঠার ছোট ভাই যুক্তরাজ্য প্রবাসী মুক্তাদির আহমদ মকুল, জাতীয় ইমাম সমিতি সিলেট শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জালাল উদ্দিন ভূঁইয়া, কুচাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম। আলোচনা সভায় শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ, শাহেদ খান, শফির আহমদ কামাল, অজিত কুমার পাল, আমিনা বেগম, হাবিবুর রহমান, আলমগীর, মোঃ এনামুল কবির, মনজুর হোসেন খান, রুহুল আমিন, মইনুল ইসলাম, শামীম আহমদ, শফিকুল ইসলাম, আলা উদ্দিন, গৌরী রাণী রায়, ফাহমিদা বেগম, জিয়াউল ইসলাম, মশিক নূর, মোঃ আব্দুল কাদির, ফারুক আহমদ, নিয়ামুল ইসলাম, আব্দুল বাছিত, তানজিনা বেগম, ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন মাসুদ আহমদ প্রমুখ।
সিরাজ উদ্দিন আহমদ এর ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন খতম, কবর জিয়ারত, কিরাত, হামদ-নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ছাত্র ইমাদ উদ্দিন ইমন। মরহুমের রূহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা আবুল কালাম আজাদ। বিজ্ঞপ্তি