স্টাফ রিপোর্টার :
ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে চলেছে বাংলাদেশ। এ লক্ষ্যে আরেক ধাপ এগিয়ে গেল সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। এখন থেকে ট্রাফিক পুলিশ ফিটনেস কাগজপত্রসহ যানবাহন ও চালক সংক্রান্ত বিভিন্ন মামলায় জরিমানা আদায় করা হবে পজ মেশিনের মাধ্যমে। এতে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরো সহজ হবে। উপকৃত হবেন সরকার ও সাধারণ মানুষ।
গতকাল বুধবার বিকেলে মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমশনার গোলাম কিবরিয়া নগরীর চৌহাট্টা পয়েন্টে এ কার্যক্রম উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, আজকের পর থেকে ট্রাফিক পুলিশের কার্যক্রম আরো স্বচ্ছ হবে। এতে দেশ ও জনগণ উপকৃত হবেন। ডিজিটাল রশিদ পাওয়ায় গাড়ির চালক যেমন সন্তুষ্ট থাকবেন তেমনি সন্তুষ্ট থাকবেন প্রাসনের ঊর্ধ্বতন কর্মকতাবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ, ট্রাফিকের ডিসি (দক্ষিণ) ফয়সল মাহমুদ, ডিসি (উত্তর) আজবাহার আলীসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা। উদ্বোধনের পর তাৎক্ষনিকভাবে ৫/৬টি মামলা ডিজিটাল পদ্ধতিতে সমাধান করা হয়।