স্টাফ রিপোর্টার :
নগরীতে অভিযান চালিয়ে ৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে বিএসটিআই। গতকাল বুধবার দুপুরে এই অভিযানে নগরীর ৩টি এলাকায় ৪টি প্রতিষ্ঠানে ওজন মাপার যন্ত্রপাতিতে গড়মিল পাওয়ায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়। বিএসটিআই সিলেট আঞ্চলিক অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত সার্ভিল্যান্স টিম এ মামলাগুলো দায়ের করেন।
অভিযানকালে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন আইন (বিএসটিআই)-২০১৮ এবং ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮’এর বিভিন্ন ধারায় ওজন মাপার যন্ত্রপাতিতে বিএসটিআই’র ভেরিফিকেশন সনদ না থাকায় আম্বরখানাস্থ ইসমাইল স্টোর, বিমানবন্দর সড়কস্থ ভাই ভাই স্টোর, খাসদবীরস্থ আরাফাত ফুড এবং পাঁচ তারা বেকারির বিরুদ্ধে মামলা করা হয়। বিএসটিআই, সিলেটের আঞ্চলিক অফিস প্রধান ও উপ-পরিচালক (মেট) প্রকৌশলী শফিউল্লাহ খান বিষয়টি নিশ্চিত করেছেন।