দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের উদ্যোগী হওয়া প্রয়োজন ——————— তাজুল ইসলাম

33

গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর নবীন বরন ও সততা ষ্টোর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুর্নীতি দমন কমিশন সিলেটের উপ সহকারী পরিচালক তাজুল ইসলাম ভূঁইয়া বলেছেন শিক্ষার্থীরা যদি ভালো করে পড়াশোনা করতে পারে তাহলে ভবিষ্যতে নিজ এবং শিক্ষা প্রতিষ্ঠানের নাম উজ্জল করবে। সমাজের বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি প্রতিরোধে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। ব্যক্তিগত জীবনে শিক্ষার্থীরা দুর্নীতি বর্জন করবে। আজকে যারা নবীন হিসেবে বরণ করা হচ্ছে তারাই ভবিষ্যতে দেশের নেতৃত্ব দিবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন সততা স্টোর শিক্ষার্থীদের জন্য নিজের কাছে নিজের পরীক্ষা। সততা স্টোরের ধারণা শিক্ষার্থীরা ধারণ করতে হবে। দুর্নীতি দমন কমিশন দুর্নীতি প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে সারা দেশে সততা স্টোর তৈরীর উদ্যোগ নিয়েছে। ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ স্ব-উদ্যোগে যে সততা স্টোর খুলেছে তা প্রশংসনীয়। রবিবার সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে অধ্যক্ষ ইসমাইল উদ্দিন খানের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মোহাম্মদ আব্দুস শহীদ খানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পাল, ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ গভর্ণিং বডির সভাপতি সাহাব উদ্দিন আহমদ, সদস্য মাওঃ আবুল হোসেন। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সিনিয়র শিক্ষক ময়নুল ইসলাম, সহকারী অধ্যাপক খালেদা খানম ডলি, সহকারী অধ্যাপক আব্দুল মুকিত। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন তাসফিয়া জান্নাত, ইমা আক্তার নদী, সাজেদা বেগম, রুকিয়া বেগম, ইশিতা রানী নাথ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় ও কলেজ গভর্ণিং সদস্য আব্বাস উদ্দিন আহমদ, সহকারী অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিন হাজারী, সিনিয়র শিক্ষক সলমান আহমদ চৌধুরী, নীলকান্ত মোহন্ত, শিক্ষিকা তসলিমা সুলতানা, তানিয়া আক্তার, শিক্ষক অমল চন্দ্র তালুকদার, জয়নাল আবেদীন, উপজেলা মহিলা লীগের সভাপতি রোকিয়া আক্তার চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ঝুমি বেগম এবং অভিনন্দন পত্র পাঠ করেন সৌরভী আক্তার।