কাজিরবাজার ডেস্ক :
দিল্লিতে কোভিড-১৯ আক্রান্তদের চিকিৎসার জন্য রেলের ৫০০ বগিকে করোনা ওয়ার্ডে রুপান্তর করা হচ্ছে। সম্প্রতি রাজধানী শহরটিতে সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ার পর এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
রোববার কেন্দ্রীয় সরকার জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য তারা দিল্লি কর্তৃপক্ষকে রেলে ৫০০ কোচ দিতে যাচ্ছেন। এই কোচগুলোতে রোগীদের জন্য বিছানাসহ হাসপাতালের বিভিন্ন সরঞ্জাম থাকবে। এর ফলে দিল্লি কর্তৃপক্ষ করোনা আক্রান্তদের চিকিৎসায় আট হাজার বিছানা পাচ্ছে।
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক ঘোষণায় দিল্লির জন্য বেশ কয়েকটি জরুরি পদক্ষেপের কথা জানিয়েছেন। এর মধ্যে রয়েছে, করোনার দ্রুত ও ব্যাপক পরীক্ষাও। এছাড়া, তিনি করোনা সংকট মোকাবেলা নিয়ে আলোচনা করতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
বিশ্বে করোনা সংক্রমণের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে ৩ লাখ ২০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। রোববার প্রায় ১২ হাজার মানুষের করোনা শনাক্তের তথ্য জানানো হয়েছে। দেশটিতে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তের রেকর্ড এটি।