একসাথে চল গড়বো মোরা রাঙা দুনিয়া কিংবা গ্রাম থেকে জেগে উঠো, শহর থেকে জেগে উঠো এ আহ্বানের মধ্যদিয়ে রুশ বিপ্লবের শতবর্ষ উদযাপন করলো উদীচী সিলেট। মঙ্গলবার বিকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এক সাংস্কৃতিক সমাবেশের মাধ্যমে রুশ বিল্পবের শতবর্ষ উদযাপন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন রুশ বিপ্লব শতবর্ষ উদযাপন পরিষদ সিলেটের সদস্য সচিব ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেম। তিনি রুশ বিপ্লবের ইতিহাস ও বর্তমান প্রেক্ষিতে এর গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, মেহনতি মানুষের অধিকারের দাবীতে আজও বিপ্লবের বিকল্প নেই। শোষণ বঞ্চনার প্রতিবাদে মানুষকে সবদিক দিয়ে জেগে উঠতে হবে। সোচ্চার হতে হবে নিজের অধিকার নিয়ে, পুজিবাদের বিকল্প সাম্যবাদ কিংবা সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা না করতে পারলে সাধারণ মানুষের মুক্তি নেই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদীচী কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ব্যরিস্টার আরশ আলী। উদীচী সিলেটের সভাপতি কবি একে শেরামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ড. অভিজিৎ দাসের পরিচালনায় সাংস্কৃতিক সমাবেশে উপস্থিত ছিলেন কমিউনিস্ট পার্টি সিলেটের নেতা ড. বীরেন্দ্র দেব, সদর উপজেলার শিক্ষা কর্মকতা পুলিন রায়, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমেদ মিশু, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, যুব ইউনিয়ন সিলেটের সভাপতি খায়রুল আলম, নারী নেত্রী ইন্দ্রাণী সেন শম্পা, উদীচী সিলেটের সহ-সভাপতি এনায়েত হাসান মানিক, সৈয়দ মনির হেলাল, মাধব রায়, ছাত্রইউনিয়নসহ প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।
উদীচী সিলেট জেলা সংসদের শিল্পীবৃন্দ পরিবেশন করেন ‘চলছে গ্রহনের কাল’ নামের সাংস্কৃতিক অনুষ্ঠান। বিজ্ঞপ্তি