ঐতিহ্যবাহী আবু সিনা ছাত্রাবাস রক্ষার দাবিতে মানববন্ধন ॥ দেড়’শ বছর পুরনো ভবন সংস্কার করে বিভাগীয় যাদুঘর প্রতিষ্ঠার দাবি

54
সিলেটের ঐতিহ্য আবু সিনা ছাত্রাবাস ভাঙ্গার প্রতিবাদে মানববন্ধন।

ঐতিহ্যবাহী স্থাপনা ‘আবু সিনহা ছাত্রাবাস সংরক্ষণ ও বিভাগীয় যাদুঘর প্রতিষ্ঠার দাবিতে সিলেটে মঙ্গলবার বিভিন্ন শ্রেণী-পেশার নাগরিকদের র্মসূচি পালিত হয়েছে। নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বেলা বারোটায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেট শাখা ও সিলেটের ঐতিহ্য রক্ষায় ঐক্যবদ্ধ নাগরিক সমাজ যৌথভাবে আয়োজন করে মানববন্ধন ও সমাবেশ। বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত থেকে ভবনটি সংস্কার ও সংরক্ষণের দাবী জানান। শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও লিডিং ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের শিক্ষার্থীরা এই ভবনের স্থাপত্য মূল্য ও সংরক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরে লিফলেট বিতরণ করে। প্রায় দেড় ঘন্টাব্যাপী সমাবেশ শেষে একটি র‌্যালী ‘আবু সিনা ছাত্রাবাস’ পরিদর্শন করে এবং কাজ বন্ধের দাবিতে ব্যানার টানানো হয়।
মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশ থেকে বলা হয়, ঐতিহ্যবাহী প্রাচীন স্থাপনা কালের সাক্ষ্য দেয়। ইতিহাসের সেই সাক্ষীকে ধ্বংস হতে দেয়া যাবে না। একে সংরক্ষণ করতে হবে।
বক্তারা বলেন, সিলেট নগরীর হাজার বছর প্রাচীন ইতিহাস রয়েছে। বিভিন্ন শতাব্দীতে নির্মিত হয়েছে সুদৃশ্য স্থাপনা। কিন্তু ভূমিকম্প প্রবণ এলাকা হওয়ায় সিলেটে স্থাপত্য ঐতিহ্যের নিদর্শন বিভিন্ন সময়ে ধ্বংস হয়েছে। এ অবস্থায় নগরীর কেন্দ্র স্থলে ইংরেজী ‘০’ অদ্যক্ষারের আদলে নির্মিত দেড়শ বছর প্রাচীন বৃটিশ কলোনিয়াল স্থাপত্য রীতির এই ভবন ভেঙ্গে ফেলা পরিকল্পনা অবিবেচনা প্রসূত হবে। অবিলম্বে এই পরিকল্পনা বন্ধ করতে হবে। এই স্থাপনা সংরক্ষণ করে সিলেট বিভাগীয় যাদুঘর প্রতিষ্ঠা করা এবং প্রস্তাবিত ২৫০ শয্যার হাসপাতাল শহরতলীর টুকেরবাজার, বাদাঘাট বা অন্য কোথায় করার পরামর্শ দেয়া হয়।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেট-এর সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী-এর সভাপতিত্বে আয়োজিত নাগরিক সমাবেশে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেট শাখার সাধারণ সম্পাদক ও নাগরিক আন্দোলনের সংগঠক আব্দুল করিম কিম “আবু সিনা ছাত্রাবাস সংরক্ষণ ও বিভাগীয় যাদুঘর প্রতিষ্ঠার আন্দোলন”-এর প্রেক্ষাপট তুলে ধরে সূচনা বক্তব্য রাখেন লিডিং ইউনিভার্সিটি, সিলেট এর স্থাপত্য বিভাগের শিক্ষক স্থপতি রাজন দাশ ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থপতি শুভজিৎ চৌধুরী। সেভ দ্য হেরিটেজ এন্ড এনভায়রনমেন্ট’র প্রধান সমন্বয়কারী আব্দুল হাই আল হাদী-এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন লস্কর ময়না, সাম্যবাদী দল-এর কেন্দ্রীয় পলিট ব্যুরো সদস্য কমরেড ধীরেন সিংহ, সচেতন নাগরিক কমিটি (সনাক) সিলেট-এর সভাপতি ও সাংবাদিক আজিজ আহমদ সেলিম, জাসদ (আম্বিয়া) সিলেট মহানগরী শাখার সাধারণ সম্পাদক জাকির আহমদ, মহানগর আওয়ামীলিগ-এর তথ্য ও গবেষণা সম্পাদক তপন মিত্র, প্রবাসী সমাজকর্মী আলমগীর কুমকুম, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেট শাখার সহ-সভাপতি ডঃ নাজিয়া চৌধুরী ও যুগ্ম সম্পাদক ছামির মাহমুদ, তথ্যচিত্র নির্মাতা নিরঞ্জন দে যাদু, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশু, সাবেক সাধারণ সম্পাদক শামসুল বাসিত শেরো ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের শিক্ষক স্থপতি কৌশিক সাহা ও সুব্রত দাস এবং নৃতত্ব বিভাগের শিক্ষক আফম জাকারিয়া, কিডনি ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর নারী নেত্রী ফরিদা নাসরিন, টিআইবি সিলেট-এর সহকারী ব্যাবস্থাপক আশফাকুন নুর, আবু সিনা ছাত্রাবাসের প্রাক্তন আবাসিক ছাত্র ডাঃ জালাল আহমদ চৌধুরী, বাসদ (মার্কসবাদী) ও চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেট এর সংগঠক রুবাইয়াৎ আহমেদ, স্থাপত্য সংঘ শাবিপ্রবি-এর সহ সভাপতি সুমন পাল প্রমুখ ।
আজ হেরিটেজ নিয়ে কর্মরত সংগঠন সেভ দ্য হেরিটেজ এন্ড এনভায়রনমেন্ট-এর উদ্যোগে বিকেল ৪ টায় আবু সিনা ছাত্রাবাস প্রাঙ্গনে ‘প্রতিবাদী অবস্থান কর্মসূচি’ পালিত হবে। বিজ্ঞপ্তি