শেখ একেএম জাকারিয়া
ভালোবাসি মাঠ-নদী-বন
সকাল-বিকাল ঘোরা,
ভালোবাসি পাখির মতো
ডানা মেলে ওড়া।
ভালোবাসি পড়শি স্বজন
নানা-নানী-মামা,
ভালোবাসি গোল্লাছুট আর
পুজোয় নতুন জামা।
ভালোবাসি জোছনা রাতে
সোনালি চাঁদ-তারা,
ভালোবাসি এসবকিছু
ভালোবাসেন যারা।
কিন্তু জানও কোনটি আমি
অনেক ভালোবাসি?
সেটা হলো বাবার স্নেহ
মায়ের মিঠা হাসি।