সুবোধ ছেলে :
সবাই বলে সুবোধ ছেলে
আব্দুর রহমান,
সব সময়ে বড়দেরকে
করে সে সম্মান।
পড়ালেখায় মনোযোগী
সত্য কথা বলে,
পিতা-মাতা গুরুজনের
আদেশ মেনে চলে।
আযান হলে মসজিদে যায়
সালাত আদায় করে,
পরের জিনিস ধরে না সে
আল্লাহকে ডরে।
ধনী-গরিব সবার সাথে
চলে মিলেমিশে,
কারো সাথে দেখা হলে
কথা বলে হেসে।
সুবোধ ছেলে আব্দুর রহমান
সুরভিত ফুল,
সবাই তাকে ভালোবাসে
নেই যে তাহার তুল।