হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় এলজিইডি’র প্রকৌশলী মহিউদ্দিনকে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা জসিম উদ্দিন কর্তৃক হাতকড়া পড়ানোর ঘটনার তীব্র প্রতিবাদ ও মানববন্ধনে শাস্তির দাবি জানিয়েছেন সিলেট এলজিইডি’র কর্মকর্তা ও কর্মচারীগণ।
গতকাল মঙ্গলবার (১২ মার্চ) সিলেট নগরীর নবাব রোডস্থ জেলা এলজিইডি ভবনের সামনের বেলা ১০টা থেকে ১১টা পর্যন্ত বাহুবল উপজেলা নির্বাহী অফিসার জসিম উদ্দিনের শাস্তির দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন এলজিইডির কর্মকর্তা-কর্মচারীগণ।
এ প্রতিবাদী মানববন্ধনে সিলেট জেলা ও উপজেলা এলজিইডির কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন,এলজিইডির উপজেলা প্রকৌশলী প্রথম শ্রেণীর একজন সরকারি কর্মকর্তা। আদালতে অভিযুক্ত হওয়ার আগে ও কর্তৃপক্ষের অনুমিত ছাড়া সরকারি কর্মকর্তাকে গ্রেফতারের বিধান না থাকলেও বাহুবল উপজেলা নির্বাহী অফিসার ক্ষমতার অপব্যবহার করে আইন অমান্য করে উপজেলা প্রকৌশলীকে হাতকড়া পড়িয়েছেন। অনিয়ম-দুর্নীতিতে সহযোগিতা না করায় পুলিশ ডেকে নিয়ে উপজেলা প্রকৌশলীকে হাতকড়া পড়ান উপজেলা নির্বাহী অফিসার।
বক্তারা উপজেলা নির্বাহী অফিসারের অন্যায় কাজের প্রতিবাদ জানিয়ে তার শাস্তির দাবি করেন। বিজ্ঞপ্তি