টেন্ডার প্রক্রিয়াধীন ঢাকা-সিলেট মহাসড়কের লালাবাজার-চন্ডিপুল-হুমায়ুন রশীদ চত্বর অংশের ৬ লেন রাস্তার পুনঃনির্মাণ কাজ এবং মহাসড়কের লালাবাজার-সিলাম-পারাইরচক পর্যন্ত নতুন ৬ লেন মহাসড়কের নির্মাণ কাজ অবিলম্বে শুরু, দক্ষিণ সুরমা উপজেলার প্রতিটি ইউনিয়নের ঘরে ঘরে গ্যাস সংযোগ প্রদান, সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)’র আওতাধীন দক্ষিণ সুরমা উপজেলার ১০টি ইউনিয়নকে সিলেট সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত ও সিলেটসহ সারাদেশে ন্যাক্কারজনক ধর্ষণ ঘটনায় জড়িত দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিলেটের সদর দক্ষিণ এলাকার ন্যায়সংগত দাবি আদায় ও সুষম উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যে গঠিত অরাজনৈতিক সংগঠন ‘সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র আহবানে মানববন্ধন কর্মসূচি পালিত হবে। আজ (১৪ অক্টোবর) বুধবার সকাল ১১টায় নগরীর কীনব্রিজের দক্ষিণ প্রান্তে মৌবন সুপার মার্কেটের সামনে থেকে কর্মসূচি শুরু হবে। ঘোষিত কর্মসূচি সফলের লক্ষ্যে ইতোমধ্যেই সংগঠনের পক্ষ থেকে পূর্ণ প্রস্তুতি নেয়া হয়েছে।
এদিকে, ‘সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র সভাপতি, মোল্লারগাঁও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ মোঃ মকন মিয়া এবং সাধারণ সম্পাদক, সিটি কাউন্সিলর মোঃ আজম খান ঘোষিত কর্মসূচিতে অংশগ্রহণের জন্য সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটি, উপদেষ্টামন্ডলি, প্রতিটি ইউনিয়ন ও সিটি ওয়ার্ড নেতৃবৃন্দসহ দল-মত নির্বিশেষে দক্ষিণ সুরমার সর্বস্তরের সচেতন জনগণের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন। এক যুক্ত বিবৃতিতে তারা বলেন, আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচি কোন রাজনৈতিক আন্দোলনের অংশ নয়। আমাদের এলাকার উন্নয়নে সরকারের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে আমরা এই কর্মসূচি ঘোষণা দিয়েছি।’ তারা বলেন, ‘বর্তমান সরকার দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থাসহ সামগ্রিক উন্নয়নে নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছে। আমরা দেশের উন্নয়নে সরকারের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাই। কিন্তু একটি কুচক্রি মহল আমাদের দক্ষিণ সুরমার অন্তর্গত ৬ লেন সড়ক পুনঃনির্মাণ প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে নানা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই আমরা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সিলেট বিভাগে উন্নয়নের দায়িত্বপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বরাবরে লালাবাজার-চন্ডিপুল-হুমায়ুন রশীদ চত্বর এবং লালাবাজার-সিলাম-পারাইরচক ৬ লেন সড়কের নির্মাণ কাজ অবিলম্বে শুরু করার জোর দাবি জানাচ্ছি।-বিজ্ঞপ্তি