নগরীর রাজারগলি সমাজকল্যাণ সংঘের (রাসকস) উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান ও সিসি ক্যামেরা স্থাপন কার্যক্রম উদ্বোধন গতকাল সোমবার দরগাহ এলাকার রাজারগলিতে অনুষ্ঠিত হয়। সংঘের সভাপতি মোশাররফ হোসেন জাহাঙ্গীরের সভাপতিত্বে ও মিডিয়া সম্পাদক মো: ফয়ছল হোসেনের পরিচালনায় সংবর্ধিত অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশন এর মেয়র আরিফুল হক চৌধুরী, মেয়র পতœী শ্যামা হক চৌধুরী, ১নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, ১, ২ ও ৩নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর এডভোকেট সালমা সুলতানা, রাজারগলি ডেভেলপমেন্ট সোসাইটি (ইউ.কে) এর সভাপতি সেলিম হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র আরিফুল হক চৌধুরী নগরীতে চলমান উন্নয়ন ও অগ্রগতি তুলে ধরেন। তিনি বলেন, ‘সিলেট নগরীকে আধুনিক নগরীরূপে প্রতিষ্ঠিত করতে কাজ চলছে। আগামী কয়েক মাসের মধ্যে তার কিছুটা প্রতিফলন হবে। এ লক্ষ্যে বেশ কয়েকটি প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। তিনি বলেন, যুবসমাজ দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাবে। সুন্দর নগরী গড়তে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। সিলেট নগরীর ২৭টি ওয়ার্ডের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করছি। এসময় নগরীর সর্বস্তরের মানুষের সহযোগিতা পেয়েছি। নগরীর অসম্পূর্ণ কাজ সমাপ্ত করতে নগরবাসীর সার্বিক সহযোগিতা চাই।
ক্যামেরা উদ্বোধনের ফলে এলাকাবাসী মনে করেন ছিনতাই, ইভটিজিং, মোটরসাইকেল চুরিসহ নানা অপরাধ নিয়ন্ত্রিত হবে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কবির চৌধুরী, সৈয়দ আব্দুল খালিক, সৈয়দ মুজিবুর রহমান, মাসুদ আহমদ আফতাব, সৈয়দ রাজন আহমদ। আরো উপস্থিত ছিলেন তৈয়বুর রহমান নানু, এস.এ সাদাত, জেবুল হোসেন ফাহিম, মো: বদরুল ইসলাম রুমান, অমরুল ইসলাম লিটন, মো: রফিক বখত সোহেল, সাকিল আহমদ, সৈয়দ খলিলুর রহমান কামরান, সৈয়দ আকরাম কবির, সৈয়দ আহসান কবির, আরিফ, ওয়াহিদ, তামিম হাসান সায়েম, সাইদ হোসেন নাইম খান, সুহেল বখত্্ আদনান, নাহিদ, আরমান হোসেন আবির প্রমুখ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আফজাল হোসাইন। দোয়া পরিচালনা করেন সৈয়দ শামসুল ইসলাম। বিজ্ঞপ্তি