ওসমানীনগর থেকে সংবাদদাতা :
ওসমানীনগরে নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। ‘দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি হ্রাস করবে জীবন সম্পদের ঝুঁকি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে দিনব্যাপি বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে রবিবার এক বর্ণাঢ্য র্যালী ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালামের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান মুসলিমা বেগম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সাবেক সাধারণ সম্পাদক আবদাল মিয়া, উমরপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, উছমানপুর ইউনিয়ন চেয়ারম্যান ময়নূল আজাদ ফারুক, ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ এসএম আল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার চক্রবর্তী, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা শাহ্ সুলতান আহমদ, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহিমা খানম, উপজেলা এলজিইডি উপ-সহকারী প্রকৌশলী (দুর্যোগ ও ত্রাণ অধিদপ্তর) আলমগীর রেজা রিপন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আফতাব আহমদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবেল আহমদ সেকেল, সাধারণ সম্পাদক শিপন আহমদ, উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সদস্য আনোয়ার হোসেন আনা, জয়নাল আবেদীন, তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, উদয়ন কিন্ডার গার্টেন স্কুলের প্রধান শিক্ষক স্বপন সেন ও আওয়ামীলীগ নেতা মামুনুর রশিদ খলকু প্রমুখ। আলোচনা সভা শেষে দুর্যোগ প্রস্তুতির অংশ হিসেবে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মীদের অংশ গ্রহণে কুসকাওয়াজ প্রদশন করা হয়। আলোচনা সভা ও কুচকাওয়াজ প্রদর্শনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্যোগ মোকাবেলায় সকলকে সচেতন হতে হবে। বর্তমান বিশ্বে জলবায়ুর পরিবর্তনের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। এসব মোকাবেলায় সকলকে পূর্ব প্রস্তুতি নিতে হবে। এদিকে দিবসটি উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় ক-খ গ্র“পে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।