সিলেট উইমেন্স চেম্বার অব কর্মাসের সভাপতি স্বর্ণলতা রায় বলেছেন, নারী উন্নয়নে ও নারীদের মানব সম্পদে তৈরী করতে সীমান্তিকের কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। নারীরা বর্তামনে সর্বক্ষেত্রে ও সকল কাজে অংশীদার। সমাজের কোন দিকে পিছিয়ে নেই তারা। তাদেরকে বাদ দিয়ে দেশ ও জাতির কোন উন্নয়ন সম্ভব নয়। তিনি নারী দিবসে সর্বমহলকে নারী ক্ষমতায়নে এগিয়ে আসার আহবান জানান।
তিনি ৯ মার্চ শনিবার সকালে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে ডেভেলপিং মিডওয়াইফ প্রজেক্ট, সীমান্তিকের উদ্যোগে নগরীর মাছমপুরস্থ সীমান্তিক কমপ্লেক্স আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সীমান্তিকের ভাইস চেয়ারপার্সন ও সিলেট জেলা পরিষদের সদস্য- সাজনা সুলতানা চৌধুরীর সভাপতিত্বে ও ডেভেলপিং মিডওয়াইফ প্রজেক্ট সিলেটের ইন্সট্রাক্টর চাদমনি’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজের ডেপুটি নাসিং সুপারিনডেন্ট রেনোয়ারা আক্তার। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন সীমান্তিকের উপ-নির্বাহী পরিচালক কাজী হুমায়ুন কবীর, শিক্ষা পরিচালক আব্দুর রউফ তফাদার, সীমান্তিক ম্যাটস্ এর প্রিন্সিপাল ডাঃ তামান্না খান। স্বাগত বক্তব্য রাখেন ডেভেলপিং মিডওয়াইফ প্রজেক্ট সিলেটের প্রজেক্ট ম্যানেজার মরিয়ম জাহান সোনালী। বিজ্ঞপ্তি