জাতীয় শিক্ষা পদক ২০১৮ এর বাছাই প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব-স্কাউট নির্বাচিত হয়েছেন দক্ষিণ সুরমা উপজেলার খোজারখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান।
নূরুজ্জামানের বাড়ি সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়েনের হাজীপুর গ্রামে। তার জন্ম ২৫/০১/১৯৭৫ খ্রিঃ। পিতা মরহুম ইসমাইল মিয়া ও মাতা আলিপ চান। তিনি ২৫/০৮/২০০৩ খ্রি. তারিখে উপজেলার ইনাতআলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে যোগদান করেন। পরবর্তীতে ১০/০৪/২০০৭ খ্রিঃ তারিখে বদলী হয়ে উপজেলার খোজারখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। মোহাম্মদ নুরুজ্জামান কাব-স্কাউটে যোগদানের পর অতি অল্প সময়েই কৃতিত্বের স্বাক্ষর রাখেন। তিনি অত্যন্ত সফলতার সাথে উডব্যাজ প্রাপ্ত হন। তাছাড়া তার অক্লান্ত পরিশ্রমের ফলে তার বিদ্যালয় থেকে ২০১৭ সালে ৪ জন শিক্ষার্থী কাবের সর্বোচ্চ শাপলাকাব এ্যাওয়ার্ড অর্জন করে। বর্তমানে তিনি উপজেলার কাব-স্কাউট কমিটির সহকারী কমিশনারের দায়িত্ব পালন করে আসছেন।
মোহাম্মদ নুরুজ্জামান জাতীয় শ্রেষ্ঠ কাব-স্কাউট নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন দক্ষিণ সুরমা উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সহকারি শিক্ষা অফিসার মুসলিমা বেগম, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি দক্ষিণ সুরমা উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ নাছির উদ্দিন, সেক্রেটারি মিটন দাস, উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি মোক্তার আহমদ, সেক্রেটারি মোহাম্মদ শাহ ফারুক, অনলাইন ভিত্তিক প্রাইমারি টিচার্স গ্র“প এর প্রধান এডমিন মোহাম্মদ আলী কবির, সরিষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিব্বির আহমদ উসমানী, পূর্বভাগ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিন্দিতা দত্ত তুলি, কায়স্থরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুরুল জান্নাত, কদমতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনিরা বেগম চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি