রুদ্র রাকিব

12

বৃষ্টির কোন দাগ নেই :

বৃষ্টির কোন দাগ নেই; এ-ই শহরে
ধূসর রঙের আকাশে নীলাভ-সাদা।
মেঘের কোন আনাগোনা নেই;
এখানে বৃষ্টির কোন দাগ নেই;
হাহাকার বনভূমি রৌদ্রময় দিনে-
রৌদ্রছায়ার লুকোচুরি খেলা।।
কোথাও ছায়া নেই, কোন চিহ্ন নেই;
কোথাও বৃষ্টির কোন দেখা নেই!
চোখের জল শুকিয়ে সেই কবে-
বৃষ্টির কোন দাগ নেই; এ-ই শহরে…
কোন বৃষ্টির দাগ নেই;
শতজন্মা বয়সী বটবৃক্ষে
নেই কোন বৃষ্টির দাগ সে-ই পুরনো
দুই শতাব্দীর সেই কুটে ঘরে।।