বন্যপ্রাণী দিবসে গোলটেবিল আলোচনায় বক্তারা ॥ সিলেটকে বাঁচাতে হলে হাওরকে বাঁচাতে হবে

37

সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা আরএসএম মনিরুল ইসলাম বলেছেন, সিলেটকে বাঁচাতে হলে হাওরকে বাঁচাতে হবে। সরকারের পাশাপাশি পরিবেশ সংগঠনগুলোকে এ বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
বিশ্ব বন্যপ্রাণী দিবস উপলক্ষে সিলেটের চারটি সংগঠনের যৌথ উদ্যোগে ‘সিলেটে বন্যপ্রাণী ব্যবস্থাপনা : ভবিষ্যৎ ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রবিবার (৩ মার্চ) বিকেলে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনায় তিনি আরও বলেন, সিলেট হাওর অধ্যুষিত অঞ্চল। অনেকগুলো নদীও আছে। হাওরের ইকোসিস্টেম ধ্বংস হয়ে যাচ্ছে। জলজ উদ্ভিদ ও অন্যান্য জীবজন্তুর আবাসস্থল নষ্ট হয়ে যাচ্ছে। বিষয়টি সরকারের নজরে এসেছে।
সিলেটের চারটি পরিবেশবাদী সংগঠন সিকৃবি’র ‘প্রাধিকার, শাবিপ্রবি’র গ্রিন এক্সপ্লোর সোসাইটি, ভূমিসন্তান বাংলাদেশ ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেট শাখার যৌথ উদ্যোগে এই গোলটেবিলের আয়োজন করা হয়।
প্রাধিকার’র উপদেষ্ঠা ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স বিভাগের প্রধান প্রফেসর এটিএম মাহবুবু-ই-এলাহীর সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে বক্তারা সিলেট অঞ্চলে বন্যপ্রাণী ব্যবস্থাপনায় যেসব সমস্যা বিদ্যমান তা তুলে ধরেন। বিশেষ করে রাতারগুল, সিলেট বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র টিলাগড়, খাদিমনগর জাতীয় উদ্যান, আখালুকি, টাঙ্গুয়ার হাওরসহ বন্যপ্রাণীর আবাসস্থল রক্ষায় করণীয় নিয়ে ব্যাপক আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে ড. একেএম মাহবুব-ই-এলাহী বলেন, প্রাণী বলতে কেবল মানুষকে বোঝায় না। আমরা নিজেদের প্রয়োজনে পরিবেশ ধ্বংস করছি, জীববৈচিত্র্য ও তাদের আবাসস্থল ধ্বংস করছি। এ বিষয়ে সচেতনতা বাড়াতে হবে। জীববৈচিত্র্য সংরক্ষণে মানুষের আচরণ হতে হবে প্রাণীবান্ধব।
বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাধিকার’র উপদেষ্টা প্রফেসর ড. মোহন মিয়া, সহযোগি অধ্যাপক ড. মাহফুজুর রহমান। বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, ভূমিসন্তান বাংলাদেশ-এর প্রধান সমন্বয়ক আশরাফুল কবির, প্রাধিকার’র সাবেক সভাপতি ডা. মনজুর কাদের চৌধুরী, প্রাধিকার সভাপতি মো. আনিসুর রহমান, গ্রিন এক্সপ্লোর সোসাইটি’র সাধারণ সম্পাদক তাসনীম মুকিত। প্রাধিকার সেক্রেটারি মইনুদ্দিন হায়দার রিফাতের এর সঞ্চালনায় শুরুতে সিলেটে বন্যপ্রাণী ব্যবস্থাপনা, প্রেক্ষাপট এবং চার সংগঠনের কার্যক্রম নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেনটেশন করেন কোষাধ্যক্ষ আহমেদ রাফী। মুক্ত আলোচনায় অংশ নেন গ্রিন এক্সপ্লোর সোসাইটির প্রেসিডেন্ট হাসনাইন আহমদ, ভূমিসন্তান বাংলাদেশের সমন্বয়ক শুয়াইবুল ইসলাম (শুয়াইব হাসান), প্রাধিকার’র ভাইস প্রেসিডেন্ট নাজমুল ইসলাম মানিক। বিজ্ঞপ্তি