সিলেটে বইপড়া উৎসবে দেশকে ভালোবাসার পরীক্ষা দিল ৫ শতাধিক শিক্ষার্থী

41

সিলেটে ইনোভেটর আয়োজিত বইপড়া উৎসবে দেশকে ভালোবাসার পরীক্ষা দিল ৫ শতাধিক শিক্ষার্থী। স্কুল ও কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুটি পৃথক বিভাগে উৎসবমুখর পরিবেশে এ পরীক্ষায় অংশ নেয়। গতকাল শুক্রবার নগরীর লামাবাজারস্থ মদনমোহন কলেজে এ প্রতিযোগিতামুলক পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষায় স্কুল পর্যায়ের শিক্ষার্থীরা আনিসুল হকের ‘একাত্তরের এক দল দুস্টু ছেলে’ এবং কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমজাদ হোসেন এর ‘উত্তরকাল’ উপন্যাস থেকে মোট ১০০ মার্কসের পরীক্ষায় অংশ নেয়। সকালে পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে স্বাগত জানান ইনোভেটর এর নির্বাহী সঞ্চালক প্রণবকান্তি দেব। এসময় শিক্ষার্থী ও অভিবাবকদের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করে শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও সিলেট ল কলেজের সাবেক এজিএস, আমেরিকা প্রবাসী কমিউনিটি নেতা সৈয়দ মোশাররফ হোসেন চৌধুরী লিটু। এসময় ইনোভেটরের মুখ্য সঞ্চালক, সিটি কাউন্সিলর রেজওয়ান আহমদ অথিতিদের বইপড়া উৎসবের নানাদিক সম্পর্কে অবহিত করেন। পুরো পরীক্ষা সমন্বয় করেন ইনোভেটর এর সমন্বয়ক প্রভাষক সুমন রায়। ইনোভেটর এর সদস্যদের সার্বিক তত্ত্বাবধানে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। আয়োজক সুত্রে জানা যায়, এ বছর স্কুল পর্যায়ে ২৩০ জন এবং কলেজ বিশ্ববিদ্যালয় পর্যায়ে ২৮০ জন শিক্ষার্থী বইপড়া উৎসবের পরীক্ষায় অংশ নিয়েছে।
উল্লেখ্য, এ বছর বইপড়া উৎসবের এক যুগপূর্তি অনুষ্ঠিত হচ্ছে। ‘জ্ঞানের আলোয় অবাক সূর্যোদয় / এসো পাঠ করি / বিকৃতির তমসা থেকে/ আবিষ্কার করি/ স্বাধীনতার ইতিহাস’ স্লোগান নিয়ে ২০০৬ সালে এ বইপড়া উৎসবের সুচনা হয়। আগামী ১৮ মার্চ পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এ উৎসবের সমাপ্তি হবে। বিজ্ঞপ্তি