স্টাফ রিপোর্টার :
নগরীর আশপাশের এলাকায় ভেজাল বিরোধী অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় অফিস। গতকাল রবিবার দুপুরে সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে এই অভিযান চালানো হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের সহকারি পরিচালক শ্যামল মিত্রের নেতৃত্বে চালানো এই অভিযানে সহযোগিতা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
অভিযান শেষে শ্যামল মিত্র জানান, বাজারে নকল পণ্য বিক্রির অভিযোগে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এমন অভিযান সারা সিলেট জুড়ে অব্যাহত থাকবে বলেও জানায় কর্তৃপক্ষ।
তিনি আরও বলেন, বেশ কয়েকদিন থেকেই তাদের কাছে অভিযোগ আসছিল এসব বাজারে নকল পণ্য বিক্রি করা হচ্ছে সে অভিযোগের প্রেক্ষিতে গতকাল দুপুরে মোবাইল কোর্ট চালানো হয়। এ সময় বিভিন্ন দোকানে নকল পণ্য পাওয়া যায় এসব ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদন্ড দেয়া হয়।