সিলেটে উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থী দিবে না জমিয়ত

22

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে সিলেটের ১৩ উপজেলাগুলোতে অংশগ্রহণ করবেনা সিলেট জেলা জমিয়ত।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি আল্লামা শায়খ আব্দুল মোমিন ও মহাসচিব আল্লামা নুর হোসাইন ক্বাসেমীর নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সিলেট জেলা জমিয়তের সভাপতি মাওলানা শায়খ জিয়া উদ্দিন ও সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান। জেলা জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগীর স্বাক্ষরিত বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) সংবাদ মাধ্যমে জানানো হয়- সদ্য সমাপ্ত একাদশ জাতীয় নির্বাচনে নজিরহীন কারচুপি ও ভোট ডাকাতির পর দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের জোট জাতীয় ঐক্যফ্রন্ট ও ২৩ দলীয়করণ জোট বর্তমান নির্বাচন কমিশনের অধিনে সকল নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে। উপজেলা নির্বাচন যদিও স্থানীয় নির্বাচন কিন্তু সরকার ও নির্বাচন কমিশনের যৌথ বাহিনীর আচরণ স্পষ্ট দেশে আর কোনো নির্বাচন সুষ্ঠু হবেনা। মেজরিটি জনমতের বিরুদ্ধে গঠিত সরকার আবারো এক তরফা উপজেলা নির্বাচনের আয়োজন করতে যাচ্ছে। আমরা মাঠ পর্যায়ে কিছুদিন পর্যবেক্ষণ করেছিলাম। কিন্তু এখন পর্যন্ত বিগত নির্বাচনে গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি না হওয়া, নির্বাচনের পরিবেশ তৈরি না করা, বিরোধীজোটের সকল দাবীকে অগ্রাহ্য করা ও দলীয় হাইকমান্ডের সিদ্ধান্তে আমরা প্রস্তুতি নিয়েও নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছি। সংসদ নির্বাচনের মতো উপজেলা নির্বাচনেও সরকারি দলের প্রার্থীদের বিজয়ী করার প্রস্তুতি চলছে। এগুলো নির্বাচনে নামে জনগণের সাথে তামাশার নামান্তর। তাই এ নির্বাচন বর্জন করেছে সিলেট জেলা জমিয়ত। বিজ্ঞপ্তি