জাতীয় স্বার্থ সুরক্ষা ও জনমত গঠনে ইনকিলাব বলিষ্ঠ ভূমিকা অব্যাহত রাখবে – এএমএম বাহাউদ্দীন

21

সিলেটে দৈনিক ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন বলেছেন, সংবাদে নতুনত্ব এবং বৈচিত্র্য আনতে হবে। দৈনিক ইনকিলাব জাতীয় স্বার্থ সুরক্ষা এবং ইসলামী সংস্কৃতি ও মূল্যবোধের পক্ষে জনমত গঠনে বলিষ্ঠ ভূমিকা অব্যাহত রেখেছে উল্লেখ করে তিনি বলেন, আগামীদিনে এ ভূমিকা আরোও জোরালো হবে। উন্নয়ন ও জনকল্যাণে সরকারের নেয়া পদক্ষেপ গুরুত্বের সাথে তুলে ধরার পাশাপাশি গঠনমূলক সমালোচনার উপরও জোর দেন তিনি। বুধবার পুণ্যভূমি সিলেটে দৈনিক ইনকিলাব ব্যুরো প্রধানদের এক প্রীতি সম্মিলনে তিনি এসব কথা বলেন।
শহরতলীর খাদিমে এক্সেলসিয়র হোটেল এন্ড রিসোর্ট মিলনায়তনে আয়োজিত সম্মিলনে সারাদেশ থেকে আসা দৈনিক ইনকিলাব ব্যুরো ও আঞ্চলিক প্রধানগণ অংশ নেন।
সিলেট ব্যুরো প্রধান ফয়সাল আমীনের সভাপতিত্বে প্রীতি সম্মিলনে বক্তব্য রাখেন দৈনিক ইনকিলাবের ক্রীড়া সম্পাদক ও ইনকিলাব ব্যুরো চীফ ফোরামের উপদেষ্টা রেজাউর রহমান সোহাগ বলেন, রাজশাহী ব্যুরো প্রধান রেজাউল করিম রাজু, চট্টগ্রামের ব্যুরো প্রধান শফিউল আলম।
প্রীতি সম্মিলনে ব্যুরো চীফ ফোরামের সাধারণ সম্পাদক ও নোয়াখালি ব্যুরো প্রধান আনোয়ারুল হক আনোয়ার, চীফ কো-অর্ডিনেটর ও ব্যুরো চীফ ফোরামের কোষাধ্যক্ষ মো. রবিউজ্জামান, বরিশাল ব্যুরো প্রধান নাসিম উল আলম, বগুড়া ব্যুরো প্রধান মহসিন রাজু, ময়মনসিংহ ব্যুরো প্রধান শামসুল আলম খান, কক্সবাজার ব্যুরো প্রধান শামসুল হক সারেক, খুলনা ব্যুরো প্রধান আবু হেনা মুক্তি, চট্টগ্রাম ব্যুরোর সিনিয়র রিপোর্টার রফিকুল ইসলাম সেলিম, ম্যানেজার (বিজ্ঞাপন) আনোয়ার সাদাত মুরাদ, ইনকিলাবের আইটি প্রধান সৈয়দ আহসানুর রহমান গালীব, সিলেট ব্যুরোর স্টাফ রিপোর্টার মিসবাহ উদ্দীন আহমদ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি