শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে হানিফ ॥ আওয়ামীলীগ কচু পাতার পানি নয় যে টুকা দিলে পড়ে যাবে

30
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুরানবাজার এলাকায় উপজেলা আওয়ামীলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি।

মৌলভীবাজার থেকে সংবাদদাতা :
‘আরবার হত্যার ঘটনাকে ইস্যু করে বিএনপি এখন সরকার পতনের স্বপ্ন দেখছেন। কিন্তু আওয়ামীলীগ কচু পাতার পানি নয় যে টুকা দিলে পড়ে যাবে। আওয়ামীলীগের শেকড় মাটির অনেক গভীরে প্রথিত, আওয়ামীলীগ অনেক শক্তিশালি সংগঠন।’ ইতিমধ্যে আরবার হত্যার সাথে জড়িত ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে জানিয়ে বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, দ্রুত বিচার আইনে তাদের বিচার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। তিনি বলেন, ছাত্র রাজনীতি নয় শিক্ষকদের পেশাজীবী রাজনীতি বন্ধ করতে হবে। শিক্ষকরা কেন রাজনীতি করবেন। শিক্ষকদের লেজুরবৃত্তি রাজনীতির কারণে ছাত্ররা আজ তাদের সম্মান দেয় না। ভিসি প্রো ভিসি হওয়ার জন্য শিক্ষকরা লেজুরবৃত্তির রাজনীতিতে জড়িয়ে পড়েছে। শিক্ষকদের এসব দলীয় লেজুড়বৃত্তি রাজনীতি পরিহার করারও আহবান জানান তিনি।
রবিবার বিকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুরানবাজার এলাকায় উপজেলা আওয়ামীলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহবুবুল আলম হানিফ আরো বলেন, ‘৭৫ সালে শুধু রাজনৈতিক কারণে বা ক্ষমতার কারণে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়নি। এর পেছনে খুনিদের সুদূরপ্রসারী পরিকল্পনা ছিল। সে পরিকল্পনায় পাকিস্তানের সাথে জিয়াউর রহমানের হাত ছিল। ৭৪ এ জুলফিকার আলী ভুট্টো জাতিসংঘে সাংবাদিকদের বলেছিলেন, পূর্ব পাকিস্তান অচিরেই পাকিস্তান ফেডারেশনের অধীনে আসবে। কিন্তু কিসের ভিত্তিতে ভুট্টো সেদিন একথা বলেছিলেন? ৭৫ পরবর্তিকালে জিয়াউর রহমান ক্ষমতাসীন হয়ে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিদের পুনর্বাসন করে পাকিস্তানী মদদপুষ্ট সরকার কায়েম করেছিল। জিয়াউর রহমান কখনই মুক্তিযুদ্ধ করেননি। জিয়াউর রহমান ছিলেন পাকিস্তানী বাহিনীর এজেন্ট।’
শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আছকির মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ মান্নানের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা ছিলেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগীয় দায়িত্বে) আহমদ হোসেন, বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দীন কামরান, অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান। সম্মেলনে বিশেষ বক্তা ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মিছবাহুর রহমান।
প্রধান বক্তা এসময় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেন, ‘ভারতের সাথে চুক্তি করে বাংলাদেশই লাভবান হয়েছে। শেখ হাসিনা দেশ বিক্রির রাজনীতি করেন না। তিনি সেবাদাস নন। বাংলাদেশ একমাত্র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছেই নিরাপদ, দেশের মানুষ নিরাপদ।
আরবার হত্যাকারীদের প্রসঙ্গে আহমদ হোসেন বলেন, ‘আরবারের ঘাতকরা ছাত্রলীগে অনুপ্রবেশকারী ছাত্রশিবির। আওয়ামীলীগে অনুপ্রবেশকারীদের কোন ঠাঁই হবে না।’
এর আগে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আহমদ হোসেন ও মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ এমপি- পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন।