দৈনিক যুগান্তরের ২০ বছরে পদার্পণ উদযাপন

45
দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট ব্যুরো অফিসে আয়োজিত অনুষ্ঠানে কেক কাটছেন মেয়র আরিফুল হক চৌধুরী সহ অন্যান্যরা।

বর্ণিল আয়োজনে সিলেটে দৈনিক যুগান্তরের ২০তম বর্ষে পদার্পণ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সিলেটে কেক কাটা, র‌্যালির আয়োজন করা হয়। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের করা র‌্যালী ও সিলেট বিভাগীয় ব্যুরো অফিসে কেক কাটার সময় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, মদনমোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সর্বানী অর্জুন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, জাতীয় পার্টির কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সিদ্দিকী, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ব্যারিস্টার আরশ আলী, জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার অসিত বরণ দাসগুপ্ত মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ভবতোষ রায় বর্মণ রানা, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সিলটিভির চেয়ারম্যান আল আজাদ, সিলেট জেলা কর আইনজীবি সমিতির সদ্য সাবেক সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, সিলেট সম্মিলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন, পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশু, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, সিলেট উইমেন চেম্বার অব কমার্সের সভানেত্রী স্বর্ণলতা রায়, সিলেট চেম্বার অব কমার্সর পরিচালক মুকির হোসেন চৌধুরী, উর্বশী আবৃত্তি পরিষদের সভাপতি মোকাদ্দেস বাবুল, শ্রুতির পরিচালক সুকান্ত গুপ্ত ও সুমন্ত গুপ্ত, বিশিষ্ট সংগীত শিল্পী অংশুমান দত্ত, রাজীউল ইসলাম রাজু, এসএ টিভির ব্যুরো প্রধান আব্দুল আলীম শাহ, চ্যানেল এস’র সিলেট অফিস প্রধান মঈন উদ্দিন মঞ্জু, অবসরপ্রাপ্ত শিক্ষক শক্তিপদ দত্ত, সাংবাদিক অমিতা সিনহা। আগত অতিথিদের স্বাগত জানান, যুগান্তরের সিলেট ব্যুরো ইনচার্জ সংগ্রাম সিংহ, সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান রিপন, স্টাফ রিপোর্টার আবদুর রশিদ রেনু, আজমল খান, ইয়াহইয়া মারুফ, যুগান্তর স্বজন সমাবেশের বিভাগীয় সমন্বয়কারী প্রণব কান্তি দেব, সিলেট ব্যুরোর ফটোগ্রাফার মামুন হাসান, গোলাপগঞ্জ প্রতিনিধি হারিছ আলী, যুগান্তর স্বজন সমাবেশ সিলেট’র সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম অনি, স্বজন সুবিনয় আচার্য্য, শাওন আহমদ, সোহান মিয়া, যীশু আচার্য্য, রুবেল রাজসহ স্বজন সদস্যরা। বিজ্ঞপ্তি