স্টুডেন্ট ফাউন্ডেশন’র মেধা বৃত্তির ফল প্রকাশ

40

স্টুডেন্ট ফাউন্ডেশনের ১৩ তম মেধা বৃত্তির ফল প্রকাশ করা হয়েছে। শুক্রবার বিকালে নগরীর দাড়িয়াপাড়া ফাউন্ডেশনের কার্যালয়ে ফল প্রকাশ করা হয়। সিলেটের ২’শ কলেজের সাড়ে ৬’শ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়। গত ডিসেম্বরের নগরীর রসময় উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্টুডেন্টস হোম স্কুলের অধ্যক্ষ মো. হাসেম, নর্থ ইস্ট ইউনিভার্সিটির ইংরেজী বিভাগের প্রধান শামসুল কবির, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের রেজিস্ট্রার মো. সেলিম, অ্যাডভোকেট অভিজিৎ দাস টুটুল, ফাউন্ডেশনের পরিচালক ইমদাদুল হক মিলন, মীর হোসেন প্রমুখ।
বৃত্তিপ্রাপ্তরা হল, প্রথম শ্রেণী এ প্লাস গ্রেড-০৭, ০৮, এ গ্রেড-১৮, ০৩, ২৮, বি গ্রেড-২১, ২৬, ১৬, ২৯, ০৫, দ্বিতীয় শ্রেণী: এ প্লাস গ্রেড-৪৮, ১৩৬, ৬১, ৬৮, এ গ্রেড-৬৭, ৪৩, ৬০, বি গ্রেড-৮২, ৪৯, ৫২, ৫৩, ১১৩, তৃতীয় শ্রেণী: এ প্লাস গ্রেড-২৬৫, এ গ্রেড-২৫১, ২৮২, ২৬১, ২৬৬, ৩০০, বি গ্রেড-২৮৪, সি গ্রেড- ৩০৯, চতুর্থ শ্রেণী: এ প্লাস গ্রেড-৪০০, এ গ্রেড-৩৫৯, বি গ্রেড-৩৬১,৩৮৯,৩৫৮, পঞ্চম শ্রেণী এ গ্রেড-৪৬৩, ৫৪৭, ৪৬৯, ৪৫৬, বি গ্রেড-৪৫৮, ৫২৭, সি গ্রেড-৫৪৫, ষষ্ট শ্রেণী- এ গ্রেড-৫৯৯, ৫৬৮, ৫৬১, বি গ্রেড-৫৭৯, ৫৮৫, ৫৬৪, সি গ্রেড-৫৬৯, সপ্তম শ্রেণী- এ প্লাস গ্রেড-৬০১, এ গ্রেড-৬২৬, ৬২০, বি গ্রেড-৬০৩, অষ্টম শ্রেণী: এ প্লাস গ্রেড-৬৭৪, এ গ্রেড-৬৮৭, ৬৬০, ৬৭৩, বি গ্রেড-৬৮৩, ৬৯৭। প্রথ্যেক অভিভাবককে মোবাইল ফোনে বিষয়টি জানানো হবে। শিগগির অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বৃত্তিপ্রাপ্তদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন পরিচালক ইমদালুল হক মিলন। বিজ্ঞপ্তি