নিয়োগবিধি বাস্তবায়ন, গ্রেড পরিবর্তন এবং পদোন্নতির জন্য আন্দোলনের কোন বিকল্প নেই। তাই সারাদেশের মাঠ কর্মচারীরা আমাদের নায্য দাবী আদায়ে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন কর্মসূচী ঘোষণা করতে হবে। বক্তারা অতিসত্ত্বর আন্দোলন কর্মসূচী ঘোষণার জন্য কেন্দ্রীয় কমিটির নিকট জোর দাবী জানান। তারা বলেন, বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মচারীদের বেতন গ্রেডের উন্নয়ন, পদোন্নতি সহ বিভিন্ন সুযোগ-সুবিধা থাকলেও পরিবার পরিকল্পনা বিভাগের এফপিআই, এফডব্লিউএ দের কোন পরিবর্তন হচ্ছে না। পরিবার পরিকল্পনা অধিদপ্তর থেকে নিয়োগবিধি ফাইল জনপ্রশাসন মন্ত্রণালয়ে গিয়ে লাল সুতায় আটকা পড়েছে। তাই আমাদের আন্দোলন ছাড়া কোন বিকল্প নেই। ১ ফেব্র“য়ারী শুক্রবার বিকালে সিলেট শহরের স্থানীয় একটি হোটেলে মাঠ কর্মচারী সমিতির উদ্যোগে আয়োজিত প্রতিনিধি সভায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।
পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি সিলেট জেলা শাখার সভাপতি রাশেদা খানম রিনা এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জসিম উদ্দিন এর পরিচালনায় বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ হাফিজুর রহমান, আব্দুল বারী, কয়েছ রশীদ চৌধুরী দিলোয়ার, একেএম সামসুজ্জামান মিলন, জাহির আলী, হোসাইন আহমদ, তানবির আহমদ, হোসেন আলী, শাহজান সিদ্দিকী, নুরুজ্জামান, ইমরান আহমদ, মোহন বর্ধন, পর্ল্লব কান্ত দাস, আব্দুল হালীম, সাব্বির চৌধুরী, পরিবার কল্যাণ সহকারীদের মধ্যে সুমিত চন্দ্র দেব, শিরিয়া বেগম, জাহানারা খাতুন, মৃনাক্ষি দেব, নাজমা বেগম, জাহানারা বেগম, সুলতানা বেগম, সাজেদা পারভীন, ফৌজিয়া বেগম, অনিতা রানী দে, অরুণা দাস চামেলী প্রমুখ। বিজ্ঞপ্তি