কিডনি ফাউন্ডেশন সিলেট শাখার উদ্যোগে আয়োজিত ক্যাম্পে প্রায় ৩ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। শুক্রবার নগরীর শাহজালাল উপশহরস্থ মাল্টিপ্ল্যানস্থ কিডনি ফাউন্ডেশনে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়। দেশ বিদেশের প্রখ্যাত চিকিৎসকরা এ সকল কিডনি রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেন। প্রখ্যাত নেফ্রোলজিস্ট যুক্তরাষ্ট্রের ড্রেকসেল ইউনিভার্সিটির নেফ্রোলজি বিভাগের প্রফেসর ও কিডনি ফাউন্ডেশন সিলেটের প্রেসিডেন্ট ডা. জিয়াউদ্দিন আহমদের নেতৃত্বে এ ক্যাম্প পরিচালিত হয়। ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন নিউইয়র্ক মেডিকেল কলেজের চেয়ারম্যান ইউরোলজিস্ট প্রফেসর মোহাম্মদ চৌধূরী, ক্যানসার বিশেষজ্ঞ প্রফেসর মোহাম্মদ সাদুজ্জামান চৌধুরী, বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর সারওয়ার ইকবাল, বাংলাদেশ কিডনি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি প্রফেসর হারুন উর রশীদ ও সেক্রেটারী জেনারেল প্রফেসর এম. মুহিবুর রহমান, নিউইয়র্কের ডা. ফাতেমা আহমদ, ডা. নাজমুস সাকিব, সিলেট কিডনি ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডা. হাজী মুশফিক আহমদ, ডা. মোস্তফা শাহ জামান চৌধুরী বাহার, ডা. সামিয়া চৌধূরী এবং এ সময় অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের এমডি টিনি ফেরদৌস রশীদ, কিডনি ফাউন্ডেশন সিলেটের সচিব কর্নেল (অবঃ) আব্দুস সালাম, কোষাধ্যক্ষ জুবায়ের আহমদ চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট সালাউদ্দিন আহমদ, এক্সিকিউটিভ কোঅর্ডিনেটর ফরিদা নাসরীন, প্রশাসনিক কর্মকর্তা মুহিবুর রহমান রাসেল, ম্যানেজার (পিআরও) আতিকুর রহমান। বিজ্ঞপ্তি