বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্ণর খন্দকার ইবরাহীম খালেদ বলেছেন, কাজের মাধ্যমে আনন্দ খুঁজে নিতে পারলে দক্ষতা ও আন্তরিকতার সাথে পেশাগত দায়িত্ব পালন করা সম্ভব। ব্যাংকিং পেশায় সফল হতে হলে ব্যাংকারদেরকে পেশাগত জ্ঞান অর্জনের পাশাপাশি মানুষকে দিক-নির্দেশনা এবং প্রেষণা বিষয়ক জ্ঞান অর্জন করতে হবে। এছাড়া দায়িত্ব পালনের ক্ষেত্রে পদ্ধতিগত দিক পরিবর্তনসহ সুনির্দিষ্ট পরিকল্পনাকে কাজে লাগাতে হবে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম)-এর উদ্যোগে ‘ব্যাংকিং অর্গানাইজেশন এন্ড ম্যানেজমেন্ট’ শার্ষক ই-কর্মশালায় ভিডিও কনফারেন্সে সেশন স্পিকারের বক্তব্যে তিনি এ কথা বলেন। গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে আয়োজিত ই-কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংকিং ম্যানেজমেন্ট-এর এসিস্ট্যান্ট প্রফেসর মো. মোশাররফ হোসেনের সঞ্চালনায় আয়োজিত ই-কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মো. সাজ্জাদ হোসেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংকিং ম্যানেজমেন্ট-এর পরিচালক শাহ মুহাম্মদ আহসান হাবীব। এছাড়া কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক ও কর্মশালার সমন্বয়কারী মোজতবা রুম্মান চৌধুরী, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট-এর কম্পিউটার নেটওয়ার্ক ম্যানেজার মো. লুৎফুল আলম মারুফ। কর্মশালায় বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন বেসরকারী ব্যাংকের ব্র্যাঞ্চ প্রধান এবং অফিসাররা অংশগ্রহণ করেন। কর্মশালার শেষে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খন্দকার ইবরাহীম খালেদ উপস্থিত কর্মকর্তাবৃন্দের ভিডিও কনফারেন্সে করা বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন। বিজ্ঞপ্তি