শীত ও পথশিশু

29

হাসান ফখরুল

মাঘে দারুণ শীত পড়েছে
কাঁপছে বড় বাবু,
পথের ধারে টোকাই শিশু
শীত করেছে কাবু।

রোজ সকালে বের হয়ে যায়
কাঁধে ব্যাগটি নিয়ে,
ডাস্টবিনের ঐ ময়লা টোকায়
পথের ধারে গিয়ে।

বাহিরে শীত কনকনে ভাব
মৃদু বাতাস বইছে,
নেই জামা তার খালি গায়ে
কী যে ব্যথা সইছে!

একটি জামা কিনে দিবে
এমন মানুষ কোথায়,
শীত তাড়াতে তাইতো শিশু
কাগজ মুড়ায় মাথায়।