হাসান ইবরাহীম
তোমরা যখন পড়ালেখায়
রাতে দিনে ব্যস্ত
আমরা তখন খাবার খোঁজে
পরের কাজে ন্যস্ত৷
তোমরা যখন খেলাধুলায়
বিকালবেলায় মত্ত
আমরা তখন প্রাণ বাঁচাতে
চা দোকানে দত্ত৷
তোমরা যখন পড়তে বস
রাত্রি নেমে এলে
আমরা তখন নিগৃহীত
পথের ছেলে বলে৷
তোমরা যখন ঘুমিয়ে পড়
মাতাপিতার পাশে
আমরা তখন রাত্রি কাটায়
শিশিরভেজা ঘাসে৷
কখন পাব এ জীবনে
একটুখানি সুখ
মুছে যাবে মনের থেকে
মনের সকল দুখ৷