ফেরদৌসী খানম রীনা
তোমার দুঃখে কাঁদতে পারি
হাসতে পারি সুখে,
তোমার জন্য সকল কষ্ট
সইবো হাসি মুখে।
তুমিই দেখালে এ ভুবন
তুমি আপনজন,
তোমার জন্য দিতে পারি
আমার এ জীবন।
তুমি আমার জীবন- মরণ
আমার সাধনা,
তোমার জন্য স্বর্গ গড়ি তুমি
আমার আরাধণা।
এ ভুবনে তুমি অমূল্য ধন
তাই করি তোমার যতন,
এ ভুবনে নাই যে কেউ
মাগো তোমার মতন।
খোদার পরে তোমার স্থান
তুমি আমার গর্ব,
এ ভুবনে তুমি গড়ে দিলে
আমার সুখের স্বর্গ।