জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে আ’লীগের একাংশের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে শোক বন্ধন, দেয়া মাহফিল, মিলাদ মাহফিল, শিরণি বিতরণ সহ বিভিন্ন অনুষ্ঠান পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জগন্নাথপুর পৌর শহরে সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত জাতীয় নেতা আলহাজ্ব আবদুস সামাদ আজাদের পুত্র আজিজুস সামাদ ডনের নেতৃত্বে শোক বন্ধনটি জনস্রোতে পরিণত হয়। পরে স্থানীয় আবদুস সামাদ আজাদ অডিটরিয়ামে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সামাদ পুত্র আজিজুস সামাদ ডন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য সৈয়দ ছাব্বির মিয়া, দক্ষিণ সুনামগঞ্জের ইউপি চেয়ারম্যান জগলু মিয়া, সাংবাদিক অহী আলম রেজা, জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউপি চেয়ারম্যান আবদুল হাসিম, চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হান্নান চৌধুরী সুফি মিয়া, আ.লীগ নেতা মাস্টার সিরাজুল ইসলাম, শাহিদুল ইসলাম বকুল, মিন্টু রঞ্জন ধর। জগন্নাথপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আবদুল মনাফের সভাপতিত্বে এবং উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক পীর ছালিক আহমদ ডনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র-২ সুহেল আহমদ, পৌর কাউন্সিলর দিপক গোপ, নার্গিস ইয়াসমিন, আশারকান্দি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জাবেদ চৌধুরী, বীর মুুক্তিযোদ্ধা আবদুল হাফিজ, জগন্নাথপুর উপজেলা হাওর উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, জগন্নাথপুর বাজার সেক্রেটারি জাহির উদ্দিন, রাণীগঞ্জ আবদুস সামাদ আজাদ স্মৃতি পরিষদের সভাপতি শাহিন তালুকদার, ব্যবসায়ী ফারুক আলী তালুকদার প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা শতশত জনতা উপস্থিত ছিলেন।