আব্দুল মালেক জাগরণী
নতুন বইয়ে নতুন পড়া
নতুন নতুন কত ছড়া
পড়তে লাগে ভালো
মন ভরে যায় বইয়ের ঘ্রাণে
প্রাণে ছড়ায় আলো।
দিদির সাথে ইশকুলে যায়
ময়না দোয়েল শিস ভুলে যায়
দেখে খুকির সাজ
খুকি এখন ব্যস্ত ভীষণ
করতে বাড়ির কাজ।
আঁকে খুকি ফুল ও পাখি
কাজে মোটেও দেয়না ফাঁকি
মন বসেছে পাঠে
লেখা পড়া খেলাধূলার
মাঝেই সময় কাটে।