আখ্তারুজ্জামান আশা
তোমায় নিয়ে যাবো আমি জল্ ধি সিকতার চর,
বাঁধবো দু’জন সিকতার তীরে ভালোবাসার ঘর।
খোলা আকাশ হবে মোদের উদাম ঘরের চাল,
তোমার হাতেই খাবো আমি দু’বেলা ভাত ডাল।
তোমার কোলে মাথা রেখে শুনবো মজার গান
কোকিল কন্ঠে সুরের তালে ভরে উঠবে প্রাণ।
হঠাৎ একটা দমকা হাওয়া আওলা করবে চুল,
হাওয়ার সাথে দোদুল দুলে দুলবে কানের দুল।
বালি তীরে হাঁটব দু’জন হাতে রেখে হাত,
চাঁদও তোমার রূপের ছটায় হয়ে যাবে কাত।
মিষ্টি মুখে বেজায় হাসি টোল পড়া যে গাল,
তোমায় সখী ভালোবাসি বাসবো চিরকাল।