মাঘের শীত

29

মো: ছিদ্দিকুর রহমান

হাড় কাঁপানো শীতে আসে
এলে পৌষ মাঘ,
জোয়ান বুড়ো কাপে শীতে
কাপে বনের বাঘ।

বন্য পশু ও হাড় মেনে যায়
আসলে মাঘের শীত,
বনের রাজা সিংহ ও হয়
মাঘের শীতে ভীত।

ঘোর কুয়াশা শীতল হাওয়া
ঝিরঝিরিয়ে বয়,
লেপ কম্বল গায় জড়িয়ে
তবু নাহি সয়।

আঁধার কালো ঘন কুয়াশায়
আনে প্রবল শীত,
গরম কাপড় চাদর সোয়েটারে
যায় না থাকা স্থিত।