মেশকাতুন নাহার

21

খোকার বায়না :

খোকন সোনা বায়না ধরে
ডিম খাবে সে রোজ,
মোরগ পোলাও দিয়ে করবে
প্রতিদিনের ভোজ।

চেহারা তাঁর মলিন হলো
থালায় দেখে ডাল,
বললো কেঁদে আজকে খাবার
হয়েছে খুব ঝাল।

অবুঝ খোকা বুঝে কি আর
খাদ্যদ্রব্যের দাম!
জিদ ধরে সে দিতেই হবে
দুধ,কলা,আর আম।

ছোট্ট মনের আবদার শুনে
ঝরে মায়ের জল,
মর্মপীড়ায় ডেকে বলে
বাবা খেতে চল।