জগন্নাথপুরে পাইলগাঁও ইউনিয়নে বেড়িবাঁধের কাজ শুরু

37

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নে ফসল রক্ষা বেড়িবাঁধের কাজ শুরু হয়েছে।
জানা গেছে, ১৮ জানুয়ারি শুক্রবার অত্র এলাকার রাণীনগর থেকে পাইলগাঁও পর্যন্ত প্রায় ২৪ লক্ষ টাকা ব্যয়ে এক্সেভেটর মেশিন দিয়ে বেড়িবাঁধে মাটি কাটার কাজ উদ্বোধন করেন পাইলগাঁও ইউপি চেয়ারম্যান হাজী মখলুছ মিয়া। এ সময় পাইলগাঁও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সাহান আহমদ, ৪৮ নং পিআইসি কমিটির সভাপতি ও পাইলগাঁও ইউপি সদস্য আবু বক্কর মধু, পাইলগাঁও ইউনিয়ন যুবলীগের সাবেক আহবায়ক আখলাক মিয়া, যুগ্ম-আহবায়ক কয়ছর রশীদ, রয়ান উদ্দিন, ডা. বুলু দেব, আলাল উদ্দিন, ছইদ আলী, ইসলাম উদ্দিন, পুটু দেব, জমশেদ মিয়া সহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে-বেড়িবাঁধে কাজ শুরু হওয়ায় স্থানীয় কৃষক সহ সর্বস্তরের জনতার মধ্যে আনন্দ বিরাজ করছে।