জরুরী ভিত্তিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করুন —— গণদাবী পরিষদ

76

বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির এক সভা গতকাল সোমবার অনুষ্ঠিত হয়। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি মুহাম্মদ আশরাফ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ বদরুল ইসলাম জাহাঙ্গীরের পরিচালনায় সভায় বক্তারা দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ও বরইকান্দি ইউনিয়ন সহ আশপাশ এলাকায় ঘন ঘন চুরি-ডাকাতি বন্ধে জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানানো হয়। শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে পরিষদের কর্মসূচী গ্রহণ- ১৪ ডিসেম্বর সকাল ৯টায় শহীদ বুদ্ধিজীবীদের মাজার জিয়ারত ও পুষ্পমাল্য দান। ১৫ ডিসেম্বর বিকেল ৩টায় কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা। ১৬ ডিসেম্বর সকাল ৯টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ। সকাল ১০টায় স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এম.এ.জি ওসমানীর মাজার জিয়ারত ও পুষ্পমাল্য দান। সভায় বিগত ১৬ মাস পূর্বে নিখোঁজ শিশু স্নিগ্ধা দেব জয়ীকে জরুরী ভিত্তিতে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানানো হয়।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এডভোকেট আব্দুল ওয়াদুদ, দেওয়ান মতিউর রহমান খান, মুক্তিযোদ্ধা মানিক মিয়া, সৈয়দ নজরুল ইসলাম চুনু, সরবানী দেব, বিশ্বজিত দেব, আব্দুল মুমিন লাহিন, সন্তোষ কুমার দেব, এম. আলী ইসমাইল, কয়েছ আহমদ, ইকবাল হোসেন আফাজ প্রমুখ। বিজ্ঞপ্তি