স্টাফ রিপোর্টার :
নগরীতে অবৈধ পানির সংযোগের বিরুদ্ধে অভিযানে নেমেছেন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। গতকাল বুধবার দুপুর থেকে নগরীর হাওয়াপাড়া ও মিরবক্সটুলা এলাকায় সিসিক কর্মকর্তাদের সাথে নিয়ে অভিযানে নামেন তিনি। অভিযানকালে অন্তত ১২টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও দুই লক্ষাধিক টাকা জরিমানা করা হয়।
সিলেট সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা শাহাবউদ্দিন শিহাব বলেন, সিটি করপোরেশনের অনুমতি না নিয়ে বিভিন্ন বাসাবাড়িতে অবৈধভাবে পানির সংযোগ লাগানো হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে মেয়রের নেতৃত্বে অভিযানে নামেন সিসিক কর্মকর্তারা। অভিযানে অবৈধ সংযোগের দায়ে হাওয়াপাড়ার মাহমুদ টাওয়ারকে ১ লাখ ৭২ হাজার ৬০০ টাকা ও সুফিয়া খাতুনকে ২২ হাজার ৮৪৬ টাকা জরিমানা করা হয়। এছাড়া অন্তত ১২টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয় ও সরঞ্জামাদি জব্দ করা হয়।