স্টাফ রিপোর্টার :
সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন-২০১৯ আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। এবার নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১০টি পদে ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে সমিতির ২নং বার হলের ২য় তলার লাইব্রেরি কক্ষ ও ৩য় তলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবার মোট ভোটার ১ হাজার ৩৮৬ জন।
সমিতির প্রধান নির্বাচন কর্মকর্তা এডভোকেট জ্যোতির্ময় পুরকায়স্থ কাঞ্চন সত্যতা নিশ্চিত করে বলেন, দু’টি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় দু’জন নির্বাচিত হয়েছেন।
তারা হচ্ছেন- সহ-সভাপতি-১ পদে এডভোকেট আতাউর রহমান ও এডভোকেট মোঃ ইলিয়াস তাদের প্রার্থীতা প্রত্যাহার করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় এডভোকেট মুছলেহ উদ্দিন অনানুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছেন। এছাড়া লাইব্রেরি সম্পাদক পদে আর কোনো প্রার্থী না থাকায় এডভোকেট আব্দুল করিম আকবরী অনানুষ্ঠানিকভাবে নির্বাচিত হন।
সূত্র জানায়, এবার নির্বাচনে সভাপতি পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হচ্ছেন-এডভোকেট আব্দুল মালিক, এডভোকেট জামিলুল হক জামিল, এডভোকেট মিনহাজ উদ্দিন খান ও এডভোকেট সামছুল হক।
সহ সভাপতি-২ পদে লড়ছেন ২ জন। তারা হচ্ছেন- এডভোকেট এখলাছুর রহমান ও এডভোকেট সৈয়দ ফেরদৌস আহমদ।
সাধারণ সম্পাদক পদে ৩ প্রার্থী হচ্ছেন-এডভোকেট আব্দুল কুদ্দুছ, এডভোকেট গোলাম রাজ্জাক চৌধুরী (জুবের) ও এডভোকেট হোসেন আহমদ।
যুগ্ম সম্পাদক ২টি পদে লড়ছেন ৬ প্রার্থী। তারা হচ্ছেন- এডভোকেট আনোয়ার হোসেন, এডভোকেট জাকিয়া জালাল, এডভোকেট জোহরা জেসমিন, এডভোকেট শংকর লাল দাস, এডভোকেট সফিকুল ইসলাম ও এডভোকেট হুমায়ূন রশীদ (সোয়েব)।
সমাজ বিষয়ক সম্পাদক পদে এডভোকেট তাজ উদ্দিন (মাখন) ও এডভোকেট রাশিদা সাঈদা খানম প্রতিদ্বন্দ্বিতা করছেন। সহ-সমাজ বিষয়ক সম্পাদক পদে লড়ছেন ৩ প্রার্থী। তারা হচ্ছেন-এডভোকেট আলাউদ্দিন, এডভোকেট আলী হায়দার ফারুক ও এডভোকেট হাবিবুর রহমান।
প্রধান নির্বাচন কর্মকর্তা পদে এডভোকেট আলিম উদ্দিন ও এডভোকেট আলী মোস্তফা মিশকাতুন-নূর প্রতিদ্বন্দ্বিতা করছেন। সহকারী নির্বাচন কর্মকর্তা ২টি পদে লড়ছেন ৩ প্রার্থী। তারা হচ্ছেন- এডভোকেট নেপাল চন্দ্র চন্দ, এডভোকেট মখলিছুর রহমান ও এডভোকেট লিয়াকত আলী। সহ-সম্পাদক ৩টি পদে ৫ প্রার্থী নির্বাচনী লড়াইয়ে নেমেছেন। তারা হচ্ছেন-এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল, এডভোকেট মিজানুর রহমান, এডভোকেট রবিউল ইসলাম, এডভোকেট সাইফুর রহমান খন্দকার (রানা) ও এডভোকেট হুমায়ুন কবির।
কার্যনির্বাহী ১১ সদস্য পদে লড়ছেন ১২ প্রার্থী। তারা হচ্ছেন-এডভোকেট আখতার হোসেন খান, এডভোকেট আজিজুর রহমান, এডভোকেট আব্দুল মান্নান চৌধুরী, এডভোকেট এ এস এম আব্দুল গফুর, এডভোকেট ওবায়দুর রহমান, এডভোকেট গৌর বিকাশ চৌধুরী, এডভোকেট ছয়ফুল হোসেন, এডভোকেট জমিরুল ইসলাম চৌধুরী, এডভোকেট ড. দিলীপ কুমার দাস চৌধুরী, এডভোকেট দীনা ইয়াসমিন, এডভোকেট ফজলুর রব ও এডভোকেট মিছবাহ উদ্দিন চৌধুরী।
উল্লেখ্য, গত মঙ্গলবার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এর আগে গত সোমবার ছিল প্রার্থীতা প্রত্যাহারের নির্ধারিত তারিখ। ৬ জানুয়ারি প্রার্থীতা বাছাই করা হয়। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিল ৩ জানুয়ারি।