সুবর্ণচরে গণধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

35
নোয়াখালীর সুর্বণচরে চার সন্তানের জননীকে গণধর্ষণের প্রতিবাদে বিরোধী ছাত্র-জনতা সিলেটে মানববন্ধনে বক্তব্য রাখছেন নিপীড়ন বিরোধী ছাত্র জনতার সংগঠক রেজাউর রহমান রানা।

নোয়াখালীর সুবর্ণচরে এক চার সন্তানের জননীকে গণধর্ষণের প্রতিবাদে শুক্রবার (৪ জানুয়ারি) বিকাল ৩টায় সিলেট শহীদ মিনারে নিপীড়ন বিরোধী ছাত্র-জনতা সিলেটে বিক্ষোভ ও মানববন্ধন করে।
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে সংহতি জানিয়ে উপস্থিত ছিলো সামাজিক সংগঠন আলোর মিছিল। নিপীড়ন বিরোধী ছাত্র জনতা’র সংগঠক রেজাউর রহমান রানা সভাপতিত্বে এবং নাবিল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে সয়েল সাইন্স বিভাগের অধ্যাপক আবুল কাশেম, বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার আহ্বায়ক কমরেড উজ্জল রায়, কমিউনিস্ট পার্টি সিলেট জেলার সদস্য ও জালালাবাদ থানার সাধারণ সম্পাদক নিরঞ্জন দাস খোকন,বাসদ সিলেট জেলার সদস্য প্রণব জ্যোতি পাল, গণ জাগরণ মঞ্চ সিলেটের মুখপাত্র দেবশীষ দেবু, এডভোকেট রনেন সরকার রনি, আলোর মিছিলের সৌরভ সরকার শুভ্্র, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র সিলেট জেলার আহ্বায়ক তামান্না আহমেদ, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের সিলেট জেলার সংগঠক ইমরানা সুলতানা, ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সভাপতি সরোজ কান্তি দে, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সহ সভাপতি সঞ্জয় কান্ত দাস, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মহানগর শাখার সভাপতি পাপ্পু চন্দ। সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন বাসদ সিলেট জেলার আহ্বায়ক কমরেড আবু জাফর, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন সিলেট জেলার সভাপতি সুশান্ত সিনহা, গণজাগরণ মঞ্চ সিলেট জেলার সংগঠক রাজীব রাসেল, উদীচী সিলেট জেলার অর্থ সম্পাদক সন্দীপ দেব, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট শাবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক নাজিরুল আযম প্রমুখ। বিজ্ঞপ্তি