হবিগঞ্জে নার্সিং ইনস্টিটিউটে খাবার খেয়ে ৯ শিক্ষার্থী অসুস্থ

33

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জ নার্সিং ইনস্টিটিউটে খাবার খেয়ে ৯ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। পরে অসুস্থ অবস্থায় তাদেরকে উদ্ধার করে শুক্রবার (৪ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
তারা হল, নুসরাত জাহান (১৮), শাহিনা আক্তার লিজা (২০), ফারজানা ইয়াসমিন (১৮), বিলকিছ আক্তার (১৮), পলি আক্তার (১৮), শম্পা আক্তার (২০), আলেয়া আক্তার (১৯), চাদনী আক্তার (২০), দীপা বিশ্বাস (১৮)।
অসুস্থ শিক্ষার্থী নুসরাত জাহান জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে তারা হবিগঞ্জ শহরের পুরাতন হাসপাতাল রোডস্থ নার্সিং ইনস্টিটিউটে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। এক পর্যায়ে সকাল থেকে তারা একে একে অসুস্থ হতে থাকেন। পরে বিষয়টি ইনস্টিটিউটে জানাজানি হলে কর্তৃপক্ষ তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মেহিদী হাসান জানান, ধারণা করা হচ্ছে খাবারে অথবা পানিতে জীবানু থাকার ফলে তারা অসুস্থ হয়ে পড়েছে। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। তবে তাদের কারো অবস্থা আশংকাজনক নয় বলে তিনি জানান।
এদিকে, শিক্ষার্থীদের অসুস্থতার খবর অন্যান্য শিক্ষার্থীদের কাছে পৌছলে তাদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।