কাজিরবাজার ডেস্ক :
জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ড. কামাল হোসেন নির্বাচন কমিশনে গিয়ে ইসির সঙ্গে বৈঠকে মাস্তানি করেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম। এ সময় তিনি সাংবাদিকদের ড. কামালের ‘খামোশ’ বলারও সমালোচনা করেন।
মঙ্গলবার বিকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এইচ টি ইমাম। এর আগে দুপুরে ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যায়। সেখানে ইসির সঙ্গে বৈঠকে তাদের উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এক পর্যায়ে ঐক্যফ্রন্টের নেতারা ওয়াকআউট করেন বলে খবরে বলা হয়। তবে এইচ টি ইমাম দাবি করেন, ঐক্যফ্রন্টের নেতা ওই বৈঠক বয়কট করেননি।
ওই বৈঠকের বর্ণনা দিয়ে এইচ টি ইমাম বলেন, ‘নির্বাচন কমিশনের কাছে বিভিন্ন বিষয়ে অভিযোগ করতে করতে একপর্যায়ে ড. কামাল হোসেন ক্ষেপে গিয়ে নারায়ণগঞ্জের কোনো এক উপপরিদর্শককে জানোয়ার বলেছেন। সিইসি তাৎক্ষণিকভাবে তার এমন ভাষা ব্যবহারের প্রতিবাদ জানান। তিনি বলেন, আপনি (ড. কামাল) এই শব্দ কেন এরকমভাবে ব্যবহার করলেন? এমন ভাষা আপনার মুখে শোভা পায় না।’
আওয়ামী লীগের এই নেতা বলেন, এরপর যা ঘটেছে তা হলো ড. কামাল জোরে জোরে টেবিল চাপড়িয়েছেন। এর আগেও তো তিনি সাংবাদিকদের ‘খামোশ’ বলেছেন। তখন সিইসি ও অন্যান্যরা বলেন, আমরা অপমানিত বোধ করছি। আপনারা না থাকলেই ভালো। কাজেই এই ইসির সঙ্গে বৈঠক জাতীয় ঐক্যফ্রন্ট বয়কট করেনি, বরং তারা বৈঠকে একরকম মাস্তানি করেছেন।’
সেনাবাহিনী নিয়ে ড. কামাল হোসেনের বক্তব্য বিষয়ে জানতে চাইলে এইচ টি ইমাম বলেন, ‘সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী নিয়ে তাদের যে মনোভাব, সেটাও তো স্পষ্ট। ২০০১ সালে যেমন, তাদের হয়ে মানুষকে পেটালেই যেন সেনাবাহিনী খুব ভালো। আর সেনাবাহিনী যদি নিরপেক্ষ থাকে, তাহলে তারা খারাপ।’