কবির কাঞ্চন
শীতের ছোঁয়া যেই না লাগে
সোনার বাংলাদেশে
ঝাঁকে ঝাঁকে উড়াল দিয়ে
শীতের পাখি আসে।
অতিথিদের গ্রহণ করে
ভালোবাসা মাখি
মিলেমিশে এক হয়ে যায়
বাংলাদেশের পাখি।
হাওর-বাওর বিলে ঝিলে
শীতের পাখি উড়ে
অবারিত সবুজ মাঠে
মনের সুখে ঘুরে।
নদীর কূলে উড়ে ওরা
ডানা জোড়া মেলে
প্রকৃতিতে জোয়ার আসে
ওদের কাছে পেলে।
দেশের মানুষ ভালোবেসে
অতিথিদের দেখুক
কাব্যপ্রেমিক নিত্যনতুন
ওদের নিয়ে লিখুক।
অভিযোজন খেলায় মেতে
অতিথিরা আসে
স্বপ্ন ডানা মেলুক ওরা
নিরাপদ আকাশে।