কাব্য কবির
মাকে মনে পড়ে আমার মাকে মনে পড়ে,
মা যে আমার বসত করে ছোট্র মনের ঘরে।
মায়ের শাড়ির আঁচল আমায় বারে বারে ডাকে,
ভালোবাসা, মায়াজালে মা যে বেঁধে রাখে।
আমি এখন ঢাকা বসে মায়ের কথা ভাবি,
বলবে আমায় কবে যে মা চিড়ে, মুড়ি খাবি।
মায়ের কথা মনে পড়লে অশ্রু চলে আসে,
দুই নয়নের সামনে আমার মায়ের ছবি ভাসে।