জৈন্তাপুর থেকে সংবাদদাতা :
জৈন্তাপুরে সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের বোমা বিস্ফোরক দল ও পুলিশের একটি টিম ৩৫টি পাওয়ার জেল ও ৩৫টি ইলেকট্রনিক ডেটোনেটর আদালতের নির্দেশে ধ্বংস করেছে।
৪ আগষ্ট বৃহস্পতিবার দুপুর ১টায় সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশন সিলেট সেনানীবাসের ক্যাপ্টেন আবিদ, ক্যাপ্টেন সাদমান, জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) গোলাম দস্তগীর আহমেদ, উপ-পুলিশ পরিদর্শক (এসআই) শফিকুর রহমান ও পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতিতে সিলেট-তামাবিল মহাসড়কের চৈলাখেল কাটাগং এলাকার ৩৫টি পাওয়ার জেল ও ৩৫টি ডেটোনেটর আদালতের নির্দেশে ধ্বংস করেন।
পুলিশ ও সেনাবাহিনী সূত্রে জানাগেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯, গত ৬ জুন জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের ভিত্রিখেল পূর্ব মনতৈল গ্রামের জামে মসজিদের নিকট হতে নাশকতা গৃষ্টির লক্ষ্য বাংলাদেশে নিয়ে আশা ভারতের তৈরী শক্তিশালী ৩৫টি পাওয়ার জেল ও ৩৫টি ইলেকট্রনিক ডেটোনেটর উদ্ধার করে। পরবর্তীতে র্যাব-৯ বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় মামলা দায়ের করে এবং উদ্ধারকৃত আলামত গুলো পুলিশের নিকট হস্তান্তর করে। মামলা নং ৫, তারিখ: ৬জুন ২০২২।
এই বিষয়ে সিলেট ক্যান্টনমেন্টের বোমা বিষ্ফোরক দলের ক্যাপ্টেন আবিদ ও ক্যাপ্টেন সাদমান, জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) গোলাম দস্তগীর আহমেদ বলেন, আদালতের নির্দেশে পুলিশের উপস্থিতিতে সেনাবাহিনীর বোমা বিষ্ফোরক দলের সদস্যরা জব্দকৃত ভারতের তৈরী পাওয়ার জেল ও ইলেকট্রনিক্স ডেটোনেটর গুলো ধ্বংস করা হয়েছে।