বিশ্বনাথে শিশু অপহরণের ঘটনায় মামলা

46

বিশ্বনাথ থেকে সংবাদদাতা :
বিশ্বনাথে ৫বছরের শিশু পুত্র হুসাইন মিয়া অপহরণের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাতে অপহরণকারী তার দুই ফুফু আলিমা বেগম হালিমা ও রাহিমা বেগম পূর্ণিমাকে আসামি করে এ মামলাটি দায়ের করেন অপহৃত শিশু হুসাইনের বাবা বকুল মিয়া (মামলা নং ৮)। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের দু’জনকে জেল হাজতে পাঠানো হয়েছে। এছাড়া অপহৃত শিশু উদ্ধারকালে আটককৃত অপর দুই ভাই ফিরোজ খান সামছুল ইসলাম খানকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি শামসুদ্দোহা পিপিএম। তিনি বলেন, পরিবারের অসচ্ছলতার কারণে নিরুপায় হয়ে আপন চাচাতো ভাইয়ের ছেলেকে অপহরণ করে মুক্তিপণ চেয়েছে তারা।
প্রসঙ্গত, সোমবার বিশ্বনাথের সিঙ্গেরকাছ বাজারের ইক্বরা মডেল একাডেমির প্লে-গ্রুপের ছাত্র হুসাইন মিয়াকে অপহরণ করেন তার ফুফু হালিমা ও পূণিমা। অপহরণের ৪ঘন্টা পর বিশ্বনাথের আলহেরা শপিং সিটির ‘গ্রামীণ টেলিকম’ নামের মোবাইলের দোকান থেকে তাকে উদ্ধার করে থানা পুলিশ। এসময় শিশুপুত্র হুসাইনকে উদ্ধার, অপহরণকারী দুই ফুফুসহ দোকান মালিক ও তারভাইকে আটক করে পুলিশ।