এইচ এম কবির আহমেদ
সবুজ মাঝে টকটকে ওই
রক্ত মাখা লাল,
মুক্ত হাওয়ায় উড়তে নিশাণ
কাটলো বহু কাল।
একাত্তরে গর্জে ওঠে
মুক্তিসেনা বীর,
লাল পতাকায় বৃত্ত আঁকা
শহিদ ভাইয়ের শির।
নয়টি মাসের রক্তে ভিজে
উঠলো হেসে রবি,
বিশ্ববুকে হাসলো আমার
বাংলাদেশের ছবি।
লাখো মায়ের রক্ত-ঝরা
আঁচল-ছেড়া বুক,
তিরিশ লাখের প্রাণে পেলাম
স্বাধীনতার সুখ।
বৃত্ততে লাল রক্ত-মাখা
সবুজ আমার দেশ,
মুক্তিসেনার রক্তে কেনা
আমার বাংলাদেশ।