কাজিরবাজার ডেস্ক :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টানা দুই দিন আপিল নিষ্পত্তির পর তৃতীয় দিনের শুনানি করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার শেষ দিনের শুনানিতে উঠেছে ২৩২টি আপিল। এ ছাড়া গত দুই দিনের স্থগিত আপিল আবেদনগুলোও শুনানির কার্যতালিকায় উঠেছে।
এর আগে দুই দিনের শুনানিতে ১৫৮ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। বাদ পড়েছেন ১৪১ জন। দুই দিনে মোট ৩১০টি আপিল শুনানি নিষ্পত্তি করেছে ইসি। আর বাকিগুলো পেন্ডিং রয়েছে।
শনিবার সকাল ১০টায় নির্বাচন কমিশনের অস্থায়ী এজলাসে শেষ দিনের মতো শুনানি শুরু হয়। এদিনে বৈধ প্রার্থীরা হলেন-
ঢাকা-৮ মির্জা আব্বাস, ঢাকা-৯ আফরোজা আব্বাস, ঢাকা-১৭ ব্যারিস্টার নাজমুল হুদা।
ময়মনসিংহ-৬ চৌধুরী মুহাম্মাদ ইসহাক, জামালপুর-৩ নঈম জাহাঙ্গীর, নেত্রকোনা-১ আব্দুল কাঈয়ুম খান, চট্টগ্রাম-৫ নাসির উদ্দিন, চট্টগ্রাম-৮ এম মোর্শেদ খান, চট্টগ্রাম-৯ মো. মোরশেদ সিদ্দিকি, চাঁদপুর-৪ জেড খান ও মো. রিয়াজ উদ্দিন, খাগড়াছড়ি-২৯৮ আসনে নতুন কুমার চাকমা, বান্দরবান-মামাচিং, ব্রাহ্মণবাড়িয়া-৩ সৈয়দ মাহমুদুল হক।
রাজশাহী-৫- মো. আবু বকর সিদ্দিকি, রাজশাহী-৬ মো. আবু সাইদ চাঁদ, জয়পুরহাট-১ মো. আলেয়া বেগম, সিরাজগঞ্জ-৫ মো. আলী আলম, টাঙ্গাইল-১ ফকির মাহবুব আনাম স্বপ্ন, যশোর-৫ মো. ইবাদুল খালেসী, কুষ্টিয়া-৪ মো. তছির উদ্দিন, ঝিনাইদহ-২ আবু তালেব সেলিম, যশোর-১ মো.সাজেদুর রহমান, যশোর-৪ লিটন মোল্লা, যশোর-৫ রবিউল ইসলাম, চুয়াডাঙ্গা-১ মোসা. মেরিনা আক্তার।
অবৈধ বা বাতিল হওয়া প্রার্থীরা হলেন-
শেষ দিনের শুনানিতে ফেনী-১, বগুড়া-৬ ও ৭ আসনে প্রার্থী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়ন বাতিল করে দিয়েছে ইসি।
অন্যরা হলেন- ঢাকা-২ আমানউল্লাহ আমান, টাঙ্গাইল-৪ ও ৮ বঙ্গবীর কাদের সিদ্দিকী, চট্টগ্রাম-৫ মীর মো. হেলাল উদ্দিন, চট্টগ্রাম-১১ মাওলানা আবু সাইদ, ব্রাহ্মণবাড়িয়া-২ শাহ মফিজ ও মো. মহিউদ্দিন মোল্লা, ব্রাহ্মণবাড়িয়া-৩ জামাল রানা ও মো. ওমর ইউসুফ, কুমিল্লা-৩ আহসানুল কিশোর, কুমিল্লা-৪ ইরফানুল সরকার, কুমিল্লা-১০ মো. রুহুল আমিন চৌধুরী, ফেনী-৩ আনোয়ার কবির, নোয়াখালী-৩ আফতাব উদ্দিন, বান্দরবান ৩০০নং সংসদীয় আসনে ডানাই দ্রু নেলী, যশোর-২ মুহাদ্দিস শহিদুল ইসলাম ইনসাফি, ঝিনাইদহ-২ মশিউর রহমান, যশোর-২ এবিএম আহসানুল হক।
ময়মনসিংহ-১ একেএম লুতফর রহমান (বহালের বিরুদ্ধে), ময়মনসিংহ-৩ মো. সামীউল আলম, ময়মনসিংহ-৩ নাজনীন (অনুপস্থিত), ময়মনসিংহ-৪ কামরুল ইসলাম ও মো. ওয়ালিদ, ময়মনসিংহ-৯ আলমগীর কবির, ময়মনসিংহ-৭ এমএ রাজ্জাক খান, নেত্রকোনা-১ মো. এরশাদুর রহমান, নেত্রকোনা-৪ শফী আহমেদ, নেত্রকোনা-৫ মো. জাকির হোসেব, জামালপুর-৩ মো. মাসুম বিল্লাহ, জামালপুর-৫ ইঞ্জিয়ার মোহাম্মদ আলী (অনুপস্থিত), ময়মনসিংহ-১১ এসএম আসরাফুল হক।