কাজিরবাজার ডেস্ক :
শনিবার বিকালের পর মনোনয়ন বঞ্চিত সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহছানুল হক মিলন, নারায়ণগঞ্জের আসনের তৈমুর আলম খন্দকার ও গোপালগঞ্জ-১ আসনের সেলিমুজ্জামান সেলিমের অনুসারী কর্মী-সমর্থকেরা গুলশানে খালেদা জিয়ার কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন।
এ সময় তারা কার্যালয়ের প্রধান ফটকে লাথি মারেন, ধাক্কা দেন, ইট-পাটকেল ছুড়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। মনোনয়ন বঞ্চিত নেতাদের অনেক কর্মী সমর্থক কার্যালয়ের সামনে রাস্তায় শুয়ে বিক্ষোভ করেন। ইটের আঘাতে কার্যালয়ের গ্লাস ভেঙে যায়।
এ সময় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতাদের অনেকে এই সময় কার্যালয়ের ভেতরে ছিলেন।
এর আগে শনিবার সকালে প্রার্থী পরিবর্তনের দাবিতে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের অনুসারী নেতা-কর্মীরা নয়াপল্টন কার্যালয়ের কলাপবিসবল গেটে তালা দেন। বিক্ষোভের পর ১২ ঘণ্টার সময় বেঁধে দিয়ে তারা তালা খুলে দেন।
এরপর বিকেল সাড়ে পাঁচটা থেকে মিলনের কর্মী–সমর্থকেরা গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সামনে এসে জড়ো হয়ে বিক্ষোভ ও ভাঙচুর করতে থাকেন। মনোনয়ন না দেওয়ার প্রতিবাদে বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিমের অনুসারী কর্মী-সমর্থকেরা গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ের সামনে বিক্ষোভ করছেন।
মনোনয়ন না দেওয়ার প্রতিবাদে বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিমের অনুসারী কর্মী-সমর্থকেরা গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ের সামনে বিক্ষোভ করছেন।
বিক্ষোভকারীরা গুলশান কার্যালয়ের ফটকে ধাক্কাধাক্কি করেন। একপর্যায়ে দুই-তিনজন কর্মী বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দ্বিতীয় তলায় ইট পাটকেল ছোড়েন। এতে জানালার কাচ ভেঙে যায়। এ সময় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা ইটপাটকেল নিক্ষেপকারীকে ধাওয়া দিয়ে সরিয়ে দেন।